একেবারে হুলস্থূল কাণ্ড। চলল গুলি, রক্তারক্তি ঘটনা।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা সশস্ত্র সন্ত্রাসবাদীদের। হামলায় জখম হয়েছেন মুখ্যমন্ত্রীর এক নিরাপত্তারক্ষী। দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে সুরক্ষিত রয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।
মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, ইম্ফল থেকে জিরিবামে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ নম্বর জাতীয় সড়কের উপরে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা।
মসনদে বসেই প্রতিশ্রুতিপূরণ! কৃষকদের ২০০০০ কোটি দিচ্ছে মোদী সরকার
পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে উত্তপ্ত জিরিবাম। দুর্বৃত্তরা সেখানে গত ৬ জুন মেইতেই সম্প্রদায়ের কৃষক সোইবাম শরৎকুমার সিংকে হত্যা করে বলে অভিযোগ। উদ্ধার হয় তাঁর দেহ। জিরিবামে ওই ব্যক্তিকে হত্যার ফলে কয়েকটি সরকারি অফিস সহ প্রায় ৭০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং কয়েকশ নাগরিক এলাকা ছেড়ে পালায়। বীরেন সিং সোমবার ওই অঞ্চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
গত বছর দিনের পর দিন কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে মণিপুরে প্রাণ যায় শতাধিক মানুষের। ধর্ষণ, খুনের মতো নৃশংস অপরাধের ঘটনাও ঘটে।
কে হবেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি? একাধিক নাম নিয়ে জল্পনা
রবিবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা-
রবিবার রাতে কাশ্মীরের রিয়াসি জেলায় একটি মন্দির দর্শন সেরে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই বাস সটান খাদে পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও নানা মহল থেকে দাবি করা হচ্ছে, এটি নিছক দুর্ঘটনা নয়। পুণ্যার্থী বোঝাই ওই বাসটিকে জঙ্গিরা হামলা চালিয়েছে।
শিবখোদা মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল পুণ্যার্থী বোঝাই বাসটি। সেই সময়ই ঘটে যায় ভয়ংকর ঘটনা। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়। যার জেরে ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। তবে দাবি করা হচ্ছে, এই বাসে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। এ প্রসঙ্গে রাজনাথ সিং একটি পোস্টে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে হামলার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’