গাড়ি ধাওয়া করে লিভ-ইন পার্টনারকে জীবন্ত জ্বালিয়ে খুন!

বেঙ্গালুরু: চার বছরের প্রেমের মর্মান্তিক পরিণতি। গাড়ি ধাওয়া করে এক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারল তাঁর লিভ-ইন পার্টনার (Live in partner)। সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেশের…

বেঙ্গালুরু: চার বছরের প্রেমের মর্মান্তিক পরিণতি। গাড়ি ধাওয়া করে এক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারল তাঁর লিভ-ইন পার্টনার (Live in partner)। সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেশের আইটি হাব বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে খবর, বছর চারেক আগে ট্যাক্সি চালক ভিতালের সঙ্গে লিভ-ইন সম্পর্কে যান ভানাজাক্ষী (৩৫) নামক ওই মহিলা।

লিভ-ইন সম্পর্কে যাওয়ার আগে ভিতালের তিনবার বিবাহ হয়েছিল। অন্যদিকে ভানাজাক্ষীও আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সম্পর্কের কয়েকদিন পর থেকেই ভিতাল মদ খেয়ে ভানাজাক্ষীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ইদানিং ভিতালের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন মহিলা। সেইসঙ্গে কন্নড়-পন্থী সংগঠনের সদস্য মারিয়াপ্পার সঙ্গে বন্ধুত্ব গভীর হয় ভানাজাক্ষীর।

   

পুলিশ (Police) সূত্রে খবর, ঘটনার দিন মারিয়াপ্পার সঙ্গে গাড়িতে একটি মন্দির থেকে ফিরছিলেন ভানাজাক্ষী। সেইসময়ই যুগলের গাড়িকে ধাওয়া করেন ভিতাল। ট্রাফিক সিগন্যালের কাছে ভানাজাক্ষীদের গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। কোনক্রমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন চালক এবং প্রেমিক মারিয়াপ্পা।

Advertisements

ভানাজাক্ষী পালানোর চেষ্টা করলে ভিতাল তাঁকে দৌড়ে ধরে ফেলেন এবং ভানাজাক্ষীর গায়ে পেট্রোল ঢেলে আগুন (Fire) ধরিয়ে দেন। ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া এক গাড়ির চালক ভানাজাক্ষীকে ওই অবস্থায় দেখতে পেয়ে তৎক্ষণাৎ সাহায্যের জন্য ছুটে যান। কোনক্রমে কাপড় জড়িয়ে আগুন নিভিয়ে ভানাজাক্ষীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান তিনি।

ঘটনায় ভানাজাক্ষীর দেহের প্রায় ৬০ শতাংশই পুড়ে গিয়েছিল। হাসপাতালেই মারা যান তিনি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে আটক হন অভিযুক্ত ভিতাল। বরিষ্ঠ পুলিশ আধিকারিক নারায়ণ এম বলেন, “মহিলাকে উদ্ধার করতে এগিয়ে আসা ব্যক্তিকে আমাদের কুর্নিশ। দীর্ঘ প্রচেষ্টার পরেও মহিলাকে বাঁচানো সম্ভব হলনা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ভিতালকে গ্রেফতার করা হয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News