‘কেন করলে এরকম?’, স্প্যানার দিয়ে প্রাক্তন প্রেমিকার মাথায় মারতে মারতে প্রশ্ন যুবকের

প্রেমিকা অন্য জনের প্রেমে পড়েছে। অবিশ্বাসের জেরে শেষ হয়েছিল সম্পর্ক। তার পরিণতিও হল ভয়ঙ্কর। গাড়ির স্প্যানার দিয়ে প্রেমিকার মাথায় একাধিকবার আঘাত করে খুন করলেন এক…

Man Kills Ex With Spanner Near Mumbai

প্রেমিকা অন্য জনের প্রেমে পড়েছে। অবিশ্বাসের জেরে শেষ হয়েছিল সম্পর্ক। তার পরিণতিও হল ভয়ঙ্কর। গাড়ির স্প্যানার দিয়ে প্রেমিকার মাথায় একাধিকবার আঘাত করে খুন করলেন এক যুবক, তাও প্রকাশ্যে। কিন্তু আশপাশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল, এগিয়ে এল না হস্তক্ষেপ করতে।

পুলিশ বলছে, ঘটনাটি সকাল সাড়ে ৮টার নাগাদ ভাসাইয়ের পূর্ব চিঞ্চপাদা এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রোহিত যাদব। নিহত আরতি যাদব সেসময় কাজে যাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিলেন আরতি। আর পিছন পিছন হাঁটছিলেন রোহিত। হাতে ছিল গাড়ির স্ক্রু ঠিক করার স্প্যানার। পিছন থেকে আরতির মাথায় স্প্যানার দিয়ে মারেন রোহিত। ১৫ বার এই মার চলে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণী। তাতেও ক্ষান্ত হননি যুবক। বার বার আঘাত করতে থাকেন। একবার মাথা তোলার চেষ্টা করেন তরুণী। যদিও লাভ হয়নি।

   

রেল সফরে আতঙ্ক? জানুন ট্রেনের কোন কামরা ও আসনে ঝুঁকি কম

অবশ্য প্রকাশ্যে এ ধরণের নারকীয় কাজ চলললেও কোনও পথচলতি মানুষ রোহিতকে বাধা দেয়নি। সিসিটিভিতে দেখা যাচ্ছে যে, এক জন পথচারী এগিয়ে এসে বিষয়টিতে হস্তক্ষেপ করার চেষ্টা করলে তাকে তাঁকে ঠেলে দেন রোহিত। এমনকী স্প্যানার তুলে মারার ভয়ও দেখান।

Advertisements

আরেকটি ফুটেজে দেখা গিয়েছে, আরতির দেহের পাশে দাঁড়িয়ে চিৎকার করছেন রোহিত। বলছেন, ‘তুমি আমার সঙ্গে এমন কেন করলে?’ এরপরই স্প্যানার ফেলে দিয়ে হাঁটা লাগান অভিযুক্ত রোহিত যাদব।

ইতিমধ্যেই রোহিতকে গ্রেফতার করেছে পুলিশ।