১০ টাকার জন্য পিতৃহত্যা, কাটা মাথা নিয়ে থানায় হাজির ছেলে

man-beheads-father-over-10-rupees-surrenders-with-head

ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি তার ৭০ বছরের বাবাকে গলা কেটে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৪ মার্চ) এই হত্যাকাণ্ড ঘটে যখন বাবা তাঁকে ১০ টাকা দিতে অস্বীকার করেন। জানা গিয়েছে, টাকাটি দিয়ে ‘গুটখা’ কিনতে চেয়েছিল অভিযুক্ত। হত্যার পর সে বাবার কাটা মাথা হাতে নিয়ে চান্দুয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

পুলিশের এক সিনিয়র অফিসার জানান, “অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর ৭০ বছর বয়সী বাবার গলা কেটে হত্যা করে। এরপর কাটা মাথা সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ করতে যায়। ঘটনার সময় তাঁর মা ভয়ে পালিয়ে যান। বাবা-মা’র সঙ্গে তীব্র তর্কের জেরে এই হত্যা ঘটে।” নিহত ব্যক্তির নাম বৈধর সিং বলে জানা গেছে।

   

বারিপদা এসডিপিও প্রভাত মল্লিক বলেন, “একটি তুচ্ছ কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত গুটখা কিনতে ১০ টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় সে রেগে গিয়ে হত্যা করে।” ঘটনার পর পুলিশ ফরেনসিক দল নিয়ে গ্রামে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। তদন্তে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও অভিযুক্তের মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ও তাঁর বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হত। গুটখা খাওয়ার অভ্যাস নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার সকালে টাকা নিয়ে বচসা চরমে পৌঁছায়। এরপর অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে বাবার গলা কেটে মাথা আলাদা করে ফেলে। হত্যার পর সে সোজা থানায় গিয়ে কাটা মাথা হাতে আত্মসমর্পণ করে।

এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমেছে। স্থানীয়রা জানান, অভিযুক্তের আচরণে সমস্যা ছিল এবং সে প্রায়ই পরিবারের সঙ্গে তর্কে জড়াত। এলাকার বাসিন্দারা এই নৃশংস হত্যায় হতবাক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনও উদ্বিগ্ন। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তের মদ্যপান ও গুটখার নেশা ছিল, যা পরিবারে কলহের অন্যতম কারণ। তদন্ত শেষে এই হত্যার পেছনের পূর্ণাঙ্গ কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন