মিলতে চলেছে মমতার ভবিষ্যতবাণী? সরকার গঠন করলেও NDA-তে অসন্তোষ বাড়ছে

   মিলতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভবিষ্যতবাণী? পতন হতে চলেছে এনডিএ সরকারের? মন্ত্রিত্ব এবং স্পিকার পদ নিয়ে বিজেপির সঙ্গে নীতিশ কুমারের জেডিইউ ও…

mamata-banerjee-writes-to-pm-modi-abolish-neet-revert-to-old-system
  

মিলতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভবিষ্যতবাণী? পতন হতে চলেছে এনডিএ সরকারের? মন্ত্রিত্ব এবং স্পিকার পদ নিয়ে বিজেপির সঙ্গে নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির দড়ি টানাটানি, অসন্তোষ, পাল্টা অসন্তোষ দেখে সেই সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দিন কয়েক মমতা সাফ জানিয়ে দেন, খুব শীঘ্রই ক্ষমতায় আসবে ইন্ডিয়া। নতুন সরকার আল্টিমেটলি ইন্ডিয়ারই হবে। যে কটা দিন থাকে একটু সামলাতে দিই, একটু দেখতে দিন নিজেদের কাকে কতদূর সন্তুষ্ট রাখতে পারছে। ইন্ডিয়ার অন্যতম বৃহত্তম শরিক মমতার এই কথা সত্যি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

   

লোকসভা ভোটপর্ব মিটতেই নতুন সরকার গড়েছে এনডিএ। মন্ত্রীদের শপথ থেকে শুরু করে মন্ত্রিসভার বৈঠক সবই হয়েছে। কিন্তু ক্ষোভ মিটছে না এনডিএর শরিকদের। মন্ত্রিত্ব নিয়ে চাপা অসন্তোষ রয়েছে এনডিএর একাধিক শরিকের। অজিত পাওয়ারের এনসিপি এবং একনাথ শিন্ডের শিবসেনা তো প্রকাশ্যেই তাদের অসন্তোষের কথা জানিয়েছে।

মানিকতলা উপনির্বাচনে কে হচ্ছেন বিজেপি প্রার্থী? একাধিক নাম নিয়ে শুরু জল্পনা

মন্ত্রিত্ব নিয়ে ক্ষোভের মধ্যেই সামনে এসেছে স্পিকার পদ নিয়ে দড়ি টানাটানির বিষয়টি। স্পিকার পদ নিজেদের দখলে রাখতে মরিয়া এনডিএর সবচেয়ে বড় শরিক ভারতীয় জনতা পার্টি। চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড আবার সাফ জানিয়ে দিয়েছে, স্পিকার পদ তাদের চাই।

লোক জনশক্তি পার্টির (রামবিলাস) চিরাগ পাসোয়ানও স্পিকার পদটি চেয়ে রেখেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শরিকরা যতই স্পিকার পদ নিয়ে চাপ দিক, এই ক্ষেত্রে অনমনীয়ই থাকবে বিজেপি। কাউকে ছাড়া হবে না স্পিকার পদ। দিল্লিতে এনডিএর অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, স্পিকার পদটি নিজেদের হাতেই রাখছে বিজেপি।

মোদীদের চিন্তা বাড়িয়ে স্পিকার পদ ছিনিয়ে নিতে মরিয়া নীতীশ-চন্দ্রবাবু! কেন এত মোহ?

স্পিকার হিসেবে গেরুয়া শিবিরের প্রথম পছন্দ অন্ধ্র প্রদেশ বিজেপির সভানেত্রী দগ্গুবতী পুরন্দেশ্বরী। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিক দলগুলোর সমর্থন নিয়ে সরকার গড়তে হয়েছে বিজেপিকে। জেডিইউ, টিডিপির মতো বড় শরিককে সন্তুষ্ট রাখাও তাই বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।

স্পিকার নিয়ে টানাপোড়েনের জেরে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাক, সেটা কখনই চায় না গেরুয়া শিবির। এখনও পর্যন্ত যা ঘটনাপ্রবাহ তাতে তৃতীয় এনডিএ সরকারের অন্যতম দুই গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বিজেপির প্রতি সন্তুষ্ট, তা বলা যাবে না।

পুরনোদেরই গুরু দায়িত্বে বহাল, তৃতীয় মোদী মন্ত্রিসভায় কে কোন মন্ত্রকের মন্ত্রী?

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, শরিক হিসেবে উপযুক্ত গুরুত্ব না পেলে যে কোনও মুহূর্তে বেঁকে বসতে পারে নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। ফলে বিজেপি সামনে এখন দুটি চ্যালেঞ্জ, এক) শরিকদের সন্তুষ্ট রাখা আর দুই) সরকার টিকিয়ে রাখা।