HomeBharatMamata Banerjee: 'মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে', কেজরির গ্রেফতারিতে সরব মমতা

Mamata Banerjee: ‘মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে’, কেজরির গ্রেফতারিতে সরব মমতা

- Advertisement -

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজ শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে জানান, ‘জনগণের ভোটে নির্বাচিত দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে শ্রীমতি সুনীতা কেজরিওয়ালের পাশে আছি।’

মমতা আরও বলেন, ‘এটা খুবই আপত্তিজনক বিষয় যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। বিশেষত বিজেপির সাথে জোট বাঁধার পরে সিবিআই / ইডি তদন্তের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের দায়মুক্তির সাথে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের ওপর সুস্পষ্ট আঘাত। আজ আমাদের ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিরোধী নেতাদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা এবং গ্রেফতারের বিষয়ে আমাদের তীব্র আপত্তি জানাবে, বিশেষ করে এমসিসি সময়কালে। দলের তরফে ডেরেক ও ব্রায়েন, মহঃ নাদিমুল হককে নির্বাচন কমিশনের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিনিধিত্ব করার জন্য মনোনিত করেছি।’

   

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে মদ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় ইডির দল। প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। গ্রেফতারের পরপরই আপ নেতা-কর্মীরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে গ্রেফতারির প্রতিবাদে আজ দিল্লি জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আপ কর্মী ও নেতারা। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular