৪ জুন সরকার গড়ছে ইন্ডি জোট! ঘোষণা করলেন খাড়গে

পঞ্চম দফার লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে বড় দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ২৪-এর লোকসভা ভোটের ফলাফল কেমন হবে সেইসঙ্গে দিল্লির…

পঞ্চম দফার লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে বড় দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ২৪-এর লোকসভা ভোটের ফলাফল কেমন হবে সেইসঙ্গে দিল্লির কুর্সি কার দখলে যাবে সেই নিয়ে বড় দাবি করতে শোনা গেল খাড়গের গলায়।

আজ বুধবার উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow) তিনি বলেন, ‘চার দফার নির্বাচনের পর ইন্ডি জোট শক্ত অবস্থানে রয়েছে এবং মানুষ প্রধানমন্ত্রী মোদীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৪ জুন ইন্ডি জোট সরকার গঠন করবে। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

   

তিনি বলেন, ‘এই নির্বাচন আদর্শের লড়াই। একদিকে যারা ধর্মকে ব্যবহার করে ধনীদের জন্য লড়াই করছে, অন্যদিকে যারা দেশের দরিদ্র ও যুবকদের জন্য লড়াই করছে। তিনি বলেন, এই লড়াই সংরক্ষণ ও সংবিধান বাঁচানোর লড়াই। এই নির্বাচন দেশ ও সংবিধানের ভবিষ্যৎ বাঁচানোর নির্বাচন। সংবিধান বাঁচলে সংরক্ষণও বাঁচবে।’ 

খাড়গে বলেন, ‘স্বৈরাচারে জনগণের ভোটাধিকার নিরাপদ থাকবে না। বিজেপির লোকজন ভয় দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। হায়দরাবাদে মুসলিম মহিলাদের বোরখা খুলছেন বিজেপি প্রার্থী। এমনকি বুথ স্তরের কর্মীদেরও ভয় দেখানো হচ্ছে। এত কিছুর পরও ইন্ডি জোট এগিয়ে। বিজেপি অনেকটাই পিছিয়ে।’ 

আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যের প্রসঙ্গ টেনে খাড়গে বলেন, তিনি সংবিধান বদলের কথা বলেছেন। অনেক বিজেপি নেতা সংবিধান পরিবর্তনের কথা বলে চলেছেন কিন্তু মোদী কখনই তাদের প্রত্যাখ্যান করেন না।