‘যে কোনও সময় NDA সরকারের পতন হতে পারে’, ভবিষ্যৎবাণী খাড়গের

‘যে কোনও সময়ে এনডিএ (NDA) সরকার পড়ে যেতে পারে।’ কেন্দ্রে নতুন সরকার গঠন হওয়ার কয়েকদিন পরেই এমন বিস্ফোরক ভবিষ্যৎবাণী করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun…

‘যে কোনও সময়ে এনডিএ (NDA) সরকার পড়ে যেতে পারে।’ কেন্দ্রে নতুন সরকার গঠন হওয়ার কয়েকদিন পরেই এমন বিস্ফোরক ভবিষ্যৎবাণী করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

লোকসভা ভোটের ফলের পর কংগ্রেসের মনোবল আরও মজবুত হয়েছে। এনডিএ জোট সরকার গড়লেও ইন্ডি জোট কিন্তু ২৩৪টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির সাহায্য নিয়ে সরকার চালাতে হচ্ছে বিজেপিকে। এদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিশানা করেছেন মোদী সরকার ও বিজেপিকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, ‘যে কোনও সময় এনডিএ সরকারের পতন হতে পারে।’

   

তিনি বলেন, ‘ভুল করে এনডিএ সরকার তৈরি হয়েছিল। মোদীজির জনাদেশ নেই। এটি একটি সংখ্যালঘু সরকার। যেকোনো সময় এই সরকারের পতন হতে পারে। আমরা চাই এটা অব্যাহত থাকুক। এটা দেশের জন্য ভালো।’ আরজেডি মুখপাত্র এজাজ আহমেদ খাড়গের মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, খাড়গে ঠিকই বলেছেন! এই জনাদেশ ছিল মোদী সরকারের বিরুদ্ধে। ভোটাররা তাদের গ্রহণ করেনি। তারপরও তারা ক্ষমতায় এসেছে।

বিহারের প্রাক্তন তথ্য ও জনসংযোগ মন্ত্রী তথা জেডি (ইউ) এমএলসি নীরজ কুমার মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের জবাব দিয়েছেন। পিভি নরসিমা রাও ও মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস নেতৃত্বাধীন ‘সরকারের স্কোরকার্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেস এখন ৯৯-এর বৃত্তে আটকে গিয়েছে।’ 

লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন পেয়েছিল। একই সময়ে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন।