Fire At Kumbh Mela: কুম্ভমেলায় ছড়াল আগুন! ফাটছে গ্যাসের সিলিন্ডার, পুড়তে শুরু করেছে একের পর এক তাঁবু, ব্যস্ত দমকল।
রবিবার মহা কুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার পর শিবিরের ভিতরে রাখা সিলিন্ডারগুলি একের পর এক ফাটতে থাকে। দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। পুড়তে শুরু করে একের পর এক তাঁবু। ভয়াবহ আগুনের জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। আকাশে ধোঁয়া ওঠা দেখে গোটা মহা কুম্ভমেলায় বিশৃঙ্খলা দেখা দেয়। ঘটনার জেরে এখনও পর্যন্ত পঞ্চাশটিরও বেশি শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
#WATCH | Prayagraj, Uttar Pradesh | A fire breaks out at the #MahaKumbhMela2025. More details awaited. pic.twitter.com/pmjsAq9jkA
— ANI (@ANI) January 19, 2025
জানা গিয়েছে আগুন ১৯ নম্বর সেক্টর থেকে দ্রুত সেক্টর ২০ এর দিকে এগিয়ে যাচ্ছে (প্রতিবেদন প্রকাশের সময়)। গীতা প্রেস গোরক্ষপুরের শিবিরেও ক্ষতিগ্রস্থ। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন এখনও জ্বলছে অবিরাম। ঘটনাস্থলে পৌঁছেছে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। আগুন লাগার কারণ জানা যায়নি। ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন নেভানোর চেষ্টা চলছে।
ঘটনার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে। তিনি আগুন নিয়ন্ত্রণে আনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
#WATCH | Fire at #MahaKumbhMela2025 | Prayagraj, UP: Maha Kumbh Mela DIG, Vaibhav Krishna says, “…The fire broke out in tents of Gita Press. There are no reports of any casualties. A survey is being conducted to ascertain the damage caused by the fire. The fire has been brought… pic.twitter.com/4J9lCyr6TU
— ANI (@ANI) January 19, 2025
পিটিআই জানিয়েছে, উত্তরপ্রদেশের চিফ ফায়ার অফিসার প্রমোদ শর্মার মতে, সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি তাঁবুতে আগুনের সূত্রপাত হয়েছিল, যার ফলে বিশাল অগ্নিকাণ্ড ঘটে। আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র বলেছেন, “মহা কুম্ভ মেলার সেক্টর 19-এ দুটি সিলিন্ডার বিস্ফোরণে শিবিরগুলিতে ব্যাপক আগুন লেগেছে।
আগুন লাগার পর সিলিন্ডার বিস্ফোরণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রায় এক ডজন সিলিন্ডার একের পর এক ফাটার কারণে ত্রাণ ও উদ্ধার অভিযানে অগ্নিনির্বাপক কর্মীদের অসুবিধার সৃষ্টি করেছে। পঞ্চাশটিরও বেশি ক্যাম্প আগুনে পুড়ে গেছে। বর্তমানে অর্ধশতাধিক দমকলের গাড়ি আগুন নেভানোর কাজ করছে।