‘ঘুরপথে নির্বাচনী বন্ড ফেরাতে চাইছে সরকার?’, সংসদে প্রশ্ন তুললেন মহুয়া

নয়াদিল্লি: নির্বাচনী বন্ড নিয়ে বিতর্ক যেন থামছেই না৷ সুপ্রিম কোর্ট গত বছর এই বিতর্কিত পদ্ধতিটি বাতিল করলেও, কেন্দ্রের সরকার ঘুরপথে সেই পদ্ধতিকে ফিরিয়ে আনার চেষ্টা…

Mahua Moitra questions BJP on electoral bonds

নয়াদিল্লি: নির্বাচনী বন্ড নিয়ে বিতর্ক যেন থামছেই না৷ সুপ্রিম কোর্ট গত বছর এই বিতর্কিত পদ্ধতিটি বাতিল করলেও, কেন্দ্রের সরকার ঘুরপথে সেই পদ্ধতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা, সংসদে সেই প্রশ্নই তুললেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ (Mahua Moitra questions BJP on electoral bonds)

Advertisements

মহুয়ার আক্রমণ Mahua Moitra questions BJP on electoral bonds

সোমবার, লোকসভায় অর্থবিল নিয়ে আলোচনা চলাকালীন মহুয়া মৈত্র কেন্দ্রের দিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “নতুন আয়কর আইনের যে ধারাগুলি এখন আলোচনা হচ্ছে, সেগুলির সঙ্গে নির্বাচনী বন্ডের ধারাগুলির সাদৃশ্য রয়েছে।” এরপর তিনি প্রশ্ন তোলেন, “এটি কি ইঙ্গিত, যে সরকার নির্বাচনী বন্ডের প্রক্রিয়াকে আবার ফিরে আনতে চাইছে, তবে সেটি আড়ালে, এক প্রকার পিছনের দরজা দিয়ে?”

   

এছাড়া, মহুয়া মৈত্র নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি কীভাবে বিপুল পরিমাণ টাকা পেয়েছে, সে বিষয়েও পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, “লোকসানে থাকা সংস্থাগুলি ৪৩৪ কোটি টাকা বিজেপিকে দিয়েছে। তদন্তাধীন ৪১টি সংস্থা আরও ২,৫০০ কোটি টাকা দিয়েছে। এছাড়া, ৩০টি সংস্থা, যারা ইতিমধ্যে তদন্তের আওতায় রয়েছে, তারা বিজেপিকে ৩৩৫ কোটি টাকা দিয়েছে।”

ইডি-সিবিআই ‘টাকা তোলার সংস্থা Mahua Moitra questions BJP on electoral bonds

এসময় মহুয়া মৈত্র আরও বলেন, “ইডি ও সিবিআইকে যেন ‘টাকা তোলার সংস্থা’তে পরিণত না করা হয়।” অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট সতর্কতা জারি করার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরই সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল। এরপর, কোন দল কত টাকা পেয়েছে, তা জানাতে স্টেট ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রিপোর্টে দেখা গিয়েছিল, নির্বাচনী বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে বিজেপি, তবে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ১,৩৯৭ কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছিল।

Advertisements

মহুয়া মৈত্রের এই মন্তব্য নতুন করে নির্বাচনী বন্ডের বিতর্কে উত্তেজনা যোগ করেছে, যা ভারতের রাজনীতিতে নতুন সাড়া ফেলেছে।

 Bharat: Mahua Moitra questions BJP’s alleged backdoor revival of electoral bonds in Parliament. She highlights similarities with new tax laws and reveals funding statistics, sparking debate over transparency and Supreme Court’s earlier ban on the controversial method.