Maharastra Governor: সংস্কৃতে শপথ-বাক্য পাঠ মহা-রাজ্যপালের

মুম্বই: দেশজুড়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রাদেশিকতা এবং ভাষার অস্মিতা। বাংলা, হিন্দি, গুজরাটি কার ভাষা শ্রেয় এই নিয়ে রাজনৈতিক তর্জমা যেমন অব্যাহত তেমনই আমজনতার মধ্যেও নিজের…

মুম্বই: দেশজুড়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রাদেশিকতা এবং ভাষার অস্মিতা। বাংলা, হিন্দি, গুজরাটি কার ভাষা শ্রেয় এই নিয়ে রাজনৈতিক তর্জমা যেমন অব্যাহত তেমনই আমজনতার মধ্যেও নিজের মাতৃভাষা নিয়ে উষ্মা ক্রমবর্ধমান। এই আবহে নজির গড়লেন মহারাষ্ট্রের (Maharastra) নবনিযুক্ত রাজ্যপাল।

Advertisements

পূর্বে গুজরাটের রাজ্যপালের (Governor) দায়িত্ব সামলেছেন আচার্য দেবব্রত। সোমবার মহারাষ্ট্রের রাজ্যপালের চেয়ারে আসীন হওয়ার আগে শপথ গ্রহণ অনুষ্ঠানেই দিলেন নতুন চমক। এদিন মুম্বই-এর রাজভবনের দরবার হলে মুম্বই হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখরের কাছ থেকে সংস্কৃতে শপথবাক্য পাঠ করলেন দেবব্রত।

   

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ প্রধান বিচারপতি চন্দ্রশেখর নবনিযুক্ত রাজ্যপাল আচার্য দেবব্রতকে অভিনন্দন জানান। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে পুলিশ ব্যান্ড দ্বারা রাজ্যসঙ্গীত গাওয়া হয় এবং অনুষ্ঠান সমাপ্তও হয় জাতীয় সঙ্গীত দিয়ে। সংস্কৃতে শপথ বাক্য পাঠ করে ভারতের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেন রাজ্যপাল।

দেবব্রত আচার্য কে?

ইতিহাস এবং হিন্দিতে স্নাতকোত্তর এবং বিএড, যোগ বিজ্ঞানে ডিপ্লোমা এবং নিউরোপ্যাথি এবং যোগ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি রয়েছে দেবব্রত আচার্যের। ২২ জুলাই ২০১৯-এ তিনি গুজরাটের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। তার আগে ১২ আগস্ট ২০১৫ থেকে ২০১৯ এর ২১ জুলাই পর্যন্ত তিনি হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন।