Maharashtra Tragedy: মর্মান্তিক! পরিত্যক্ত কুয়ো থেকে বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ৫ জনের মৃত্যু

মর্মান্তিক (Maharashtra Tragedy)! এ ঘটনা শুনলে আপনার চোখে জল আসতে বাধ্য। পরিত্যক্ত কুয়োয় পড়ে গিয়েছিল প্রিয় বিড়াল। তাকে বাঁচাতে একে একে কুয়োয় নামেন ৬ জন। বায়োগ্যাস তৈরির জন্য ব্যবহৃত ওই কুয়ো যে মরণফাঁদ, তা বুঝে উঠতে পারেননি তাঁরা। কুয়োর গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি মহারাষ্ট্রের আহমেদনগরের।

Advertisements

আহমেদনগরের নেভাসা থানার পুলিশ আধিকারিক ধনঞ্জয় যাদব জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশের একটি দল মৃতদেহগুলি ওই পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই বিড়ালটি পরিত্যক্ত কুয়োয় পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য একে একে ৬ জন ওই কুয়োয় নামেন।

ওই কুয়োটি পশু-পাখিদের বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরির কাজে ব্যবহৃত হত। সেই গ্যাসের কবলে পড়েই প্রাণ হারান ৫ জন। ধনঞ্জয় যাদব আরও বলেন, উদ্ধারকারী দল ওই ৬ জনের মধ্যে ৫ জনের মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করেছে। মৃতেরা একটি বিড়ালকে বাঁচানোর জন্য কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। একজন কোমরে দড়ি বেঁধে কুয়োয় ঝাঁপ দেওয়ায় নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছেন। নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Advertisements

মর্মান্তিক এই ঘটনার কথা জানাজানি হতেই গোটা গ্রামে শোরগোল পড়ে যায়। কাতারে কাতারে মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় জমান। এদিকে মৃতদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। আপাতত তাঁদের পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। একই সঙ্গে ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।