মুম্বই: ‘I Love Mohammad’-বিতর্কের আঁচ এবার মহারাষ্ট্রে। অহিল্যানগরের মিলিবারা এলাকায় কেউ নবরাত্রির রঙ্গোলী তে ‘আই লাভ মহম্মদ’ লিখে দিয়ে চলে যায়। সোমবার সকালে সেই ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়ে। ঘটনায় মুসলিম যুবকেরা পথে নামলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এদিন সকাল ৭ টা নাগাদ এলাকায় রঙ্গোলী দিয়ে আই লাভ মুহম্মদ লেখা দেখা মাত্রই স্থানীয় মুসলিম যুবকেরা অভিযোগ দায়ের করতে থানায় যায়।
ঘটনায় এফআইআর (FIR) দায়ের করে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে তোফখানা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই মুসলিম যুবকেরা বলে অভিযোগ। প্রায় আধ ধরে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। অভিযোগ, পুলিশের উপর পাথর বৃষ্টি শুরু করে উন্মত্ত যুবকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করে ৩০ জনকে আটক করেছে অহিল্যানগর থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, “ইচ্ছাকৃতভাবে সামাজিক উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। আমাদের দেখতে হবে এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা। আমাদের এটাও দেখতে হবে কে সামাজিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। লোকসভা নির্বাচনের সময় যেভাবে চেষ্টা করা হয়েছিল, কেউ কি আমাদের মধ্যে মেরুকরণের চেষ্টা করছে? প্রত্যেকেরই তাদের ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু এভাবে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করা ভুল।”
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ থেকে শুরু হওয়া ‘I Love Muhammad’ বিতর্ক দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। ৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশে কানপুরে পুলিশ বারাফাথা মিছিলের সময় জনসমক্ষে “আই লাভ মহম্মদ” লেখা পোস্টার লাগানোর জন্য নয়জনের নাম এবং ১৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। এই প্রসঙ্গে AIMIM-প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেছিলেন, “সমাজমাধ্যমে আই লাভ মহম্মদ লেখা কোনও অপরাধ নয়”।