লোকসভা ভোটের ‘ভুল’ আর নয়! জটিলতা এড়াতে মহারাষ্ট্রে আসন রফা মহাদ্যুতির

জ্ম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় ভোটে বড়সড় ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে বিজেপির। তাই একই ভুল মহারাষ্ট্রের (Maharashtra election 2024) ক্ষেত্রে করতে চায় না বিজেপি। তাছাড়া…

Maharashtra election BJP led mahayuthi alliance made Consensus BJP, Shiv Sena, NCP Finalise Seat Sharing

জ্ম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় ভোটে বড়সড় ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে বিজেপির। তাই একই ভুল মহারাষ্ট্রের (Maharashtra election 2024) ক্ষেত্রে করতে চায় না বিজেপি। তাছাড়া লোকসভা ভোটের সময় মহারাষ্ট্রে তিন শরিকের সঙ্গে আসন রফা নিয়ে যথেষ্ট বিপাকে পড়তে হয়েছিল বিজেপিকে (BJP)। এবার আর সেই ভুল নয়, আগে থেকেই আসন সমঝোতা সেরে ফেলল মোদী-শাহেরা। 

হরিয়ানার শক্ত পিচে কংগ্রেসের হয়ে ব্যাট ধরলেন বীরু

   

বিধানসভা ভোট এখনও ঘোষণা হয়নি। কিন্তু বিজেপি মহারাষ্ট্রে তাদের জোট ‘মহাজুটি’র দুই শরিক, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের এনসিপির সঙ্গে আসন রফার ছক তৈরি করে ফেলেছে বলে শাসকজোট সূত্রের খবর। প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে, রফাসূত্র অনুযায়ী সে রাজ্যের ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ১৫০-১৫৫টি, শিন্ডেসেনা ৯০-৯৫টি এনসিপি (অজিত) ৪০-৪৫টিতে লড়বে।

পুজোর মুখে একাধিক সুখবর শোনাল রেল, ঘোষিত হল ট্রেনের পরিবর্তিত সময়

অন্যদিকে ঘর গোছাচ্ছে শিবসেনা-কংগ্রেসের মহা আগাড়ি জোট। অজিত পাওয়ারের ‘দলবদলু’ গোষ্ঠীর ভেতরেও ‘কানাঘুষো’ শুরু হয়েছে পুরনো আস্তানায় ফিরে আসার জন্য। আঠাশ জনের মধ্যে ইতিমধ্যে ১৪ জন বিধায়ক দলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছিলেন শরদ পাওয়ার। অন্যদিকে এনডিএর মধ্যে ক্ষোভের কারণে শিন্ডে গোষ্ঠী ছাড়তেও তৈরি একদল শিবসেনা বিধায়ক।

টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে হামলায় মামলা দায়ের হাইকোর্টে

লোকসভা ভোটে ৪৮ আসনের মধ্যে ৩০ আসনে জিতেছে ‘ইন্ডিয়া’ জোট। যারফলে ভোটের অঙ্ক ও রাজনৈতিক জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছে ‘ইন্ডিয়া’। তারমধ্যে চলতি বছরের শেষেই ২৮৮ আসনের বিধানসভা ভোট। লোকসভা ভোটের অনুপাতে এখনও পর্যন্ত অনুকূল অবস্থায় রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা সহ বিরোধী দলগুলি। এমন অবস্থায় বদলাপুর নাবালিকা ধর্ষণকাণ্ড নিয়ে এমনিতেই বেকায়দায় শিন্ডে প্রশাসন। তারমধ্যে শিবাজী মূর্তির পতন সেরাজ্যে বিজেপিকে আরও বিপাকে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।