Maharashtra Crisis: বিদ্রোহী শিব সেনা বিধায়করা মার খেতে পারেন, নিরাপত্তা দিতে রাজ্যপালের চিঠি

মহারাষ্ট্রের বিদ্রোহী শিব সেনা বিধায়করা মুম্বইতে ফিরলে উগ্র সমর্থকদের হাতে আক্রান্ত হতে পারেন। তাঁরা গুয়াহাটিতে আছেন। (Maharashtra Crisis) নিরাপত্তাহীনতায় ভুগছে বিধায়কদের পরিবারগুলি। দ্রুত নিরাপত্তার দাবি মহারাষ্ট্র পুলিশের ডিজিপিকে চিঠি দিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।

Advertisements

বারবার নিরাপত্তার দাবি তুলছেন শিব সেনার বিক্ষুব্ধ শিবিরের নেতারা। জানা যাচ্ছে, বিক্ষুব্ধদের জব্দ করতেই খুব শীঘ্রই পদক্ষেপ নিতে চলেছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শিবির। সোমবার ২৬ জন বিধায়কদের সদস্য পদ খারিজের দাবিতে সরব হতে চলেছে শিব সেনা। তবে উদ্ধব শিবিরের দাবি, গুয়াহাটিতে থাকা ২০ জন শিব সেনা বিধায়ক তাঁদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন।

বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে সোমবার ডেপুটি স্পিকারের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন।

Advertisements

বিধায়ক পদ খারিজ আটকাতে ততপর শিন্ডে। এমন অবস্থায় উদ্ভব পুত্র আদিত্য ঠাকরের দাবি, মহারাষ্ট্রে এসে ভোটে জিতে নিজেদের প্রমাণ করুক বিদ্রোহীরা।