
চলতি সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শ্যালকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শ্যালকের বাড়িতে তল্লাশি নিয়ে শুক্রবার মুখ খুললেন উদ্ধব (Uddhav Thackeray )। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন, ক্ষমতা থাকলে আমাদের জেলে পুরে দেখাক। উদ্ধব সাধারণত মিতভাষী হিসেবেই পরিচিত। তাই রাজনৈতিক মহল উদ্ধবের এই রণংদেহী ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই একটি অর্থ পাচারের মামলায় উদ্ধবের শ্যালকের প্রায় সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যথারীতি ইডির তল্লাশি অভিযান নিয়ে বিজেপি শিবসেনার মধ্যে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।
শিবসেনার শীর্ষ নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই উদ্ধবের আত্মীয়ের বাড়িতে ইডিকে পাঠানো হয়েছে। বিজেপি নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের পরামর্শ মতোই এই তল্লাশি হয়েছে।
মহারাষ্ট্র বিধানসভায় ইডি, আয়কর-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার বিরোধী নেতাদের বিরুদ্ধে অতি সক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিবসেনা প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব। বিজেপি নেতাদের লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতা দখলের জন্য এ ধরনের নোংরা রাজনীতি করবেন না। আমাদের কিংবা আমাদের পরিবারের কোনও সদস্যকে অযথা এভাবে হেনস্থা করবেন না। যদি আপনারা এ ধরনের কাজ করেন তাহলে আমরাও কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আপনাদের পরিবারের যদি কোনও সদস্য কোনও অন্যায় করে তাহলে তারা পার পাবে না। যদি আমায় জেলে পুরতে চান তাহলে আগে আপনাদের ক্ষমতা দখল করতে হবে। ক্ষমতা দখল করে আমাকে জেলে পুরে দেখান।
অন্যদিকে বিজেপি উদ্ধবের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির পাল্টা দাবি, আইন মেনেই তল্লাশি চালিয়েছে ইডি। কোন একজন দুর্নীতিগ্রস্থ ব্যক্তির বিরুদ্ধে ইডি তল্লাশি করবে এটাই তো স্বাভাবিক।










