প্রয়াগরাজ: প্রয়াগরাজের মহা কুম্ভ মেলা ঘিরে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) বৈভব কৃষ্ণা জানিয়েছেন, মেলা সংক্রান্ত বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ১৩টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। তাঁর কথায়, কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলেও, মেলা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এবং গোটা মেলা প্রাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।
এর আগে, পুলিশ ৩৪টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, যারা ১৪ ফেব্রুয়ারি একটি ট্রেন দুর্ঘটনা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছিল। একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছিল যে, মহা কুম্ভ মেলায় আসা একটি ট্রেনে আগুন লেগে ৩০০ জনের মৃত্যু হয়েছে। তবে, পুলিশ তদন্ত করে জানায়, ভিডিওটি ২০২২ সালের বাংলাদেশে ঘটে যাওয়া পার্বত এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ফুটেজ।
এদিকে, ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি৷ ওই দিন শেষ শাহী স্নান কুম্ভে৷ এর পরেই শেষ হয়ে যাবে মেলা৷ শিবরাত্রি উপলক্ষে প্রয়াগরাজে আরও বিশাল জনসমাগমের প্রস্তুতির কথা জানিয়েছেন DIG বৈভব কৃষ্ণা। তিনি বলেন, “মহা শিবরাত্রির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসাধারণের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা হবে না—আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
আযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে ভক্তদের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) যশওয়ন্ত সিং জানিয়েছেন, “মহাকুম্ভ স্নানের দিন নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ৩৫০ জনের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং প্ল্যাটফর্মের উপর নজরদারি চালানো হচ্ছে।”
উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “এখন পর্যন্ত প্রায় ৬০ কোটি ভক্ত প্রয়াগরাজে মহা কুম্ভ মেলায় অংশ নিয়েছেন।” শেষ শাহী স্নান উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ কুম্ভমুখী হয়েছেন৷ রেলপথের পাশাপাশি সড়কপথেও পুণ্যার্থীরা আসছেন৷ গাড়ির ভিড়ে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। রাতভর গাড়িতেই কাটাতে হয়েছে বহু পুণ্যার্থীকে। যানজট আরও বড় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷