লম্বায় ৭ ফুট, নীলাভ চোখ! মহাকুম্ভে ভাইরাল সাধু, কে এই ‘মাস্কুলার বাবা’?

প্রয়াগরাজ: প্রয়াগরাজে শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ভিড় জমাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে৷ সেই ভিড়ে সামিল হয়েছেন বিদেশি ভক্তরাও। মহাকুম্ভে সাধুদের…

Maha Kumbh 2025 Meet Muscular Baba

প্রয়াগরাজ: প্রয়াগরাজে শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ভিড় জমাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে৷ সেই ভিড়ে সামিল হয়েছেন বিদেশি ভক্তরাও। মহাকুম্ভে সাধুদের যেন মেলা বসেছে৷ সেই ভিড়েই নজর কাড়লেন এক বিদেশি সাধু। জানা গেল, তাঁর নাম আত্মাপ্রেম গিরি মহারাজ। যেমন সুঠাম দেহ, তেমনই মুখে এক দিপ্তী৷ সেই বিদেশী সাধুর ছবি এখন টেি পাড়ায় ভাইরাল। নেটাগরিকরা তাঁর নাম দিয়েছেন মাস্কুলার বাবা। (Maha Kumbh 2025 Meet Muscular Baba)

১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সঙ্গমে সাত কোটিরও বেশি ভক্ত সঙ্গমের জলে ডুব দিয়েছেন। তবে এই মেলায় এই রুশ সাধু বিশেষভাবে নজর কেড়েছেন। গায়ে গেরুয়া রং-এর পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক আর হাতে বড় ঝোলা নিয়ে সাধুর বেশে হাজির তিনি। ৭ ফুট লম্বা ‘মাস্কুলার বাবা’র পেশীবহুল দেহ৷ তাঁর মুখের দীপ্তি ভক্তদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। অনেকে আবার তাঁকে আধুনিকযুগের পরশুরাম বলে অভিহিত করছেন।

   

ইনস্টাগ্রাম ইউজার কেভিন বুব্রিসকি তাঁর একটি ছবি শেয়ার করে জানান, এই সাধু বাবার নাম আত্মাপ্রেম গিরি মহারাজ। তিনি রাশিয়া থেকে এসেছেন, তবে বর্তমানে নেপালের বাসিন্দা৷  তিনি পাইলট বাবার প্রাক্তন শিষ্য এবং জুনা আখাড়ার সদস্য। প্রায় ৩০ বছর আগে তিনি শিক্ষকতার পেশা ছেড়ে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন৷ এবং নিজেকে দীক্ষিত করেন।

Advertisements

তাঁর চোখের  নীলাভ মণি। একমুখ সাদা দাড়ি। পরনে গেরুয়া বস্ত্র আর সারা গায়ে অসংখ্য রুদ্রাক্ষের মালা ‘মাস্কুলার বাবা’-কে অনন্য করে তুলেছে৷ তাঁকে দেখতে এখন মহাকুম্ভে ভিড় জমছে ভক্তদের। সাধারণ ভারতীয় সাধুদের থেকে চেহারা অনেকটাই আলাদা হওয়ায় তাঁকে ঘিরে কৌতূহল তুঙ্গে।