মধ্যপ্রদেশ-মন্ত্রীর মন্তব্য তুঙ্গে বিতর্ক: কুণালের তোপ, “ক্ষমা চাক বিজেপি”!

কলকাতা: রাজা রামমোহন রায়কে (Raja Rammohan Roy) মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর ‘ব্রিটিশ এজেন্ট’ মন্তব্যে বিতর্কের ঝড়। ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমে পড়ল তৃণমূল। রবিবার বিরসা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার (Inder Singh Parmar) “ব্রিটিশ এজেন্ট” বলে উল্লেখ করেন। এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

Advertisements

তিনি বলেন, “যেভাবে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলেছেন, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” এরপর বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কুণাল বলেন, “ভারতবর্ষের নবজাগরণ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে বিজেপির লোকেদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেই কারণেই তাঁরা এই ধরণের কথা বলতে পারেন। অথবা তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছে।”

   

https://x.com/KunalGhoshAgain/status/1989987598740476004

রবিবার রামমোহন লাইব্রেরির সামনে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধোনা করে কুণাল (Kunal Ghosh) বলেন, “রামমোহন রায় সতীদাহ প্রথা রোড করেছিলেন। তাহলে কি বিজেপি সতীদাহ প্রথাকে সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন। বিজেপির ক্ষমা চাওয়া উচিৎ!”

মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর বক্তব্য

Advertisements

আগর মালওয়ায় বিরসা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার (Inder Singh Parmar) বলেন, “রামমোহন রায় (Raja Rammohan Roy) একজন “ব্রিটিশ এজেন্ট” হিসেবে কাজ করেছিলেন। তিনি ভারতীয় সমাজকে বর্ণের ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করেছিলেন। সেইসময় ইংরেজি শিক্ষার মাধ্যমে বাংলায় ধর্মান্তরের একটি “দুষ্ট চক্র” চলছিল এবং ব্রিটিশরা রামমোহন রায় সহ বেশ কয়েকজন ভারতীয় সংস্কারককে “দাস” হিসেবে ব্যবহার করেছিল।”

কংগ্রেসের তোপ

মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর এই ‘বিস্ফোরক’ মন্তব্যে তৃণমূলের পাশাপাশি প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত এই মন্তব্যের তীব্র নিন্দা করে এটিকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন। তিনি পারমারের ইতিহাস সম্পর্কে ধারণা নিয়ে প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ করে বলেন, সতীদাহ প্রথা রদ কি তাহলে “ব্রিটিশ দালালি”রই একটি রূপ ছিল? “যারা ব্রিটিশদের এজেন্ট ছিল তারাই আজ এই কথা বলছে”, বলে তোপ দাগেন তিনি।