ট্রেনের লোয়ার বার্থ কীভাবে বুক করবেন? জানুন রেলের নতুন নিয়ম

রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনিও যদি এক জায়গা থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে ট্রেনকেই বেছে নেন তাহলে আপনার জন্য রই বড় খবর। যে…

রেল যাত্রীদের জন্য রইল বড় খবর। আপনিও যদি এক জায়গা থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে ট্রেনকেই বেছে নেন তাহলে আপনার জন্য রই বড় খবর। যে কোনও দূরের জায়গায় নির্ঝঞ্ঝাটে যাওয়ার ক্ষেত্রে রেল যাত্রীরা রিজার্ভেশন করতে পছন্দ করেন। এদিকে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে মানুষ বেশি লোয়ার বার্থ (Lower Berth Rules) নিতেই পছন্দ করেন। কারণ এতে করে একদিকে যেমন জানলার ধার পাওয়া যায়, তেমনই ওঠানামা করতেও সুবিধা হয়। তবে এবার এই লোয়ার বার্থ নিয়েই বড় সিদ্ধান্ত নিল রেল।

বর্তমান সময়ে প্রতিদিন লক্ষ কোটি মানুষ ভারতীয় রেলে যাতায়াত করেন। এদিকে রেলওয়ে প্রতিটি যাত্রীর প্রয়োজনের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। শিশু থেকে প্রবীণ নাগরিক সবাই ট্রেনে যাতায়াত করেন। রেল প্রবীণ নাগরিকদের বিশেষ সুবিধা দেয়। আপনিও যদি আপনার বয়স্ক বাবা ও মায়ের জন্য লোয়ার বার্থ বুক করেও না পান তাহলে আপনার জন্য রইল বিশেষ খবর। আজ এই আর্টিকেলে আলোচনা করা হবে কীভাবে সহজেই আপনি লোয়ার বার্থ বুক করতে সক্ষম হবেন।

   

প্রবীণ নাগরিকদের স্বস্তি দিতে রেলের পক্ষ থেকে অনেক নিয়ম করা হয়েছে। যাতে যাত্রীদের যাত্রা সুবিধার হয় তার জন্য নানা নিয়ম লাগু করা হয়েছে রেলের তরফে। এখন খুব সহজেই প্রবীণ নাগরিকদের জন্য লোয়ার বার্থ বুক করতে পারেন। IRCTC প্রবীণ নাগরিকদের জন্য লোয়ার সহজে বরাদ্দের বিষয়ে জানিয়েছিল। এক যাত্রী টুইট করে জানিয়েছেন, তিনি তাঁর কাকার জন্য ট্রেনের টিকিট বুক করেছিলেন এবং পায়ে সমস্যা থাকায় লোয়ার বার্থে অগ্রাধিকার দিয়েছিলেন, কিন্তু তারপরেও রেলওয়ে তাঁকে আপার বার্থ দিয়ে দেয়। এরপরেই নড়েচড়ে বসে রেল ।

যাত্রীদের টুইটের জবাবে রেলের তরফে জানানো হয়েছে, জেনারেল কোটায় টিকিট কাটলে আসন বরাদ্দ তবেই পাওয়া যাবে। সিট না থাকলে পাবেন না। আপনি যদি রিজার্ভেশন চয়েস বুকের অধীনে বুক করেন তবেই যদি লোয়ার বার্থ বরাদ্দ থাকে তবে আপনি লোয়ার বার্থ পাবেন। তবে কেউ যদি টিটিই-র সঙ্গে কথা বলে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে ব্যতিক্রম হলেও হতে পারে।