লোকসভা ভোটের (Lok Sabha Elections) কয়েক মাস আগে অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধন করা হয়েছে। জনগণের আবেগকে উসকে দিয়ে ‘পর্দার রাম’ অরুণ গোভিলকে লোকসভা ভোটে প্রার্থীও করেছে বিজেপি। অরুণকে উত্তরপ্রদেশের মিরাট আসনের টিকিট দিয়েছে গেরুয়া শিবির। ২৬ তারিখ এই আসনে ভোট। তার আগে সোমবার সেখানে সাংস্কৃতিক ঐতিহ্য সফরের আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে গেল বড়সড় বিপত্তি। কারও টাকা চুরি (Pickpocket) গেল, কারও খোয়া গেল মোবাইল।
ছোটপর্দার ‘রামচন্দ্র’কে লোকসভা নির্বাচনে জেতাতে বিশেষ এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পর্দার সীতা আর লক্ষ্মণ, দীপিকা চিখালিয়া ও সুনীল লহরীও যোগ দিয়েছিলেন এই বিশাল পদযাত্রায়। মিরাটে রামায়ণ তারকাদের নিয়ে বিজেপির রোড শো চলাকালীন এক ব্যবসায়ী দু’হাত তুলে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিলেন৷
পরে দেখা যায়, ভিড়ের মধ্য থেকে কেউ তাঁর পকেটে থাকা নগদ ৩৬ হাজার টাকা চুরি করে নিয়েছে। এই রোড শো চলাকালীন মানিব্যাগ ও মোবাইল ছিনতাইয়েরও শিকার হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে অন্যতম ব্যবসায়ী কুলভূষণ। এক সাংবাদিক এবং এক বিজেপি নেতাও পুলিশের কাছে পকেটমারির অভিযোগ দায়ের করেছেন।
ওই ব্যবসায়ী সংবাদমাধ্যমকে বলেন, আমি আমার দোকানে বসেছিলাম। সেই সময় অরুণ গোভিলের কনভয় দেখে আমি এগিয়ে যাই। অন্য সবার দেখাদেখি দু’হাত তুলে ‘জয় শ্রীরাম’ বললাম। প্রচণ্ড ভিড় ছিল। ফিরে এসে পকেট তন্ন তন্ন করে খুঁজেও দেখি টাকা নেই। আমি ওখানেই অজ্ঞান যাই। আমার ৩৬০০০ টাকা চুরি হয়ে গিয়েছে।
বিজেপির পশ্চিমাঞ্চলের কো-অর্ডিনেটর অলোক সিসোদিয়ার মোবাইল ফোন চুরি হয়ে যায়। ভিড়ের ফায়দা তুলে কিছু দুষ্কৃতী চুরি-ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পুলিশ দিল্লির বাসিন্দা তিনজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে। দিল্লির নম্বরযুক্ত একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।