উত্তর প্রদেশে রাম লহর নেই! গণনার ‘সাইকেলে’ অখিলেশ ছুটছেন

বিশ্ব সাইকেল দিবস পার হয়েছে ৩ জুন। আর ৪ জুন উত্তর প্রদেশ জুড়ে হু হু করে ছুটছে সাইকেল। এটাই নির্বাচনী প্রতীক সমাজবাদী পার্টির। সাইকেলে চেপে…

বিশ্ব সাইকেল দিবস পার হয়েছে ৩ জুন। আর ৪ জুন উত্তর প্রদেশ জুড়ে হু হু করে ছুটছে সাইকেল। এটাই নির্বাচনী প্রতীক সমাজবাদী পার্টির। সাইকেলে চেপে অখিলেশের নেতৃত্বে এ রাজ্যে ইন্ডিয়া জোটের অগ্রগতি লক্ষ্মনীয়।

বেলা ১১টা পর্যন্ত উত্তর প্রদেশে ইন্ডিয়া জোট এগিয়ে ৩৬টি আসনে। আর বিজেপি নেতৃত্বের এনডিএ জোট এগিয়ে ২৯টি আসনে। গণনার ট্রেন্ড এরকম থাকলে রামজন্মভূমি ও রাম মন্দিরের রাজ্য বলে কথিত উত্তর প্রদেশ থেকেই বিজেপি বিশাল ধাক্কা খেতে চলেছে বনে বিশ্লেষণে উঠে আসছে। লোকসভা আসনের গণনা ধরে কমবেশি দুশো বিধানসভা আসনে রাজ্যটির বিরোধী দল সপা এগিয়ে। ইন্ডিয়া জোটের কংগ্রেস এগিয়ে সাতটি আসনে। আরজেডি এগিয়ে দুটিতে।

   

উত্তর প্রদেশে ইন্ডিয়া জোট বৃহত্তম শক্তি হয়ে বিজেপির মুখোমুখি বড় প্রাচীর হতে চলেছে। গণনার প্রথমে বারা়নসীতে মোদীর পিছিয়ে যাওয়া ছিল বিজেপির পক্ষে বড় ধাক্কা। তবে তিনি ফের এগিয়ে যান। খোদ রাম মন্দিরের অযোধ্যায় বিজেপির ভোটে ধস নেমেছে।

লখনউ ঘিরে তীব্র লড়াই। লখনউ থেকেই দেশের সরকারের রঙ নির্ভর করে।