দেশে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে সোমবার জারি রয়েছে পঞ্চম দফার লোকসভা ভোট (Loksabha Election 2024)। এদিকে সকাল ৯টা অবধি কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়ল জানেন? জানা যাচ্ছে, ভোটের নিরিখে ফের একবার রেকর্ড গড়ল বাংলা (West Bengal)।
নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চম ধাপের নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০ দশমিক ২৮ শতাংশ। এখনও অবধি সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। কমিশন জানাচ্ছে, বিহারে ৮.৮৬%, জম্মু ও কাশ্মীরে ৭.৬৩%, ঝাড়খণ্ডে ১১.৬৮%, লাদাখে ১০.৫১%, মহারাষ্ট্র ৬.৩৩%, ওড়িশায় ৬.৮৭% এবং পশ্চিমবঙ্গে ১৫.৩৫% ভোট পড়েছে।
লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আমেঠি, রায়বরেলি ও লখনউ সহ উত্তরপ্রদেশের ১৪টি আসন রয়েছে এই প্রস্তাবে। রাজনাথ সিং, স্মৃতি ইরানি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে সহ চার কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে আজ। মোহনলালগঞ্জ, লখনউ, রায়বেরিলি, আমেঠি, জালাউন, ঝাঁসি, হামিরপুর, বান্দা, ফতেপুর, কৌশাম্বি, বারাবাঁকি, ফৈজাবাদ, কায়সারগঞ্জ এবং গোন্ডায় ভোট হচ্ছে।
#LokSabhaElections2024 | 10.28% voter turnout recorded till 9 am, in the fifth phase of elections.
Bihar 8.86%
Jammu & Kashmir 7.63%
Jharkhand 11.68%
Ladakh 10.51%
Maharashtra 6.33%
Odisha 6.87%
West Bengal 15.35% pic.twitter.com/bNP5RqOg7d— ANI (@ANI) May 20, 2024