Lok Sabha Election: ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতির, সোমবার পঞ্চম দফায় ৪৯ কেন্দ্রে ভোট

আগামী কাল, সোমবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) পঞ্চম দফার ভোটগ্রহণ। এই দফায় ৬ রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট হওয়ার কথা রয়েছে।…

আগামী কাল, সোমবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) পঞ্চম দফার ভোটগ্রহণ। এই দফায় ৬ রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট হওয়ার কথা রয়েছে। অমেঠি, রায়বেরিলির মতো কেন্দ্রেও ভোট আগামী কাল।

এই ৪৯টি আসনের মধ্যে ৩২টি বিজেপির দখলে রয়েছে। একমাত্র রায়বেরিলি কংগ্রেসের ঝুলিতে রয়েছে। পঞ্চম দফায় বিজেপি ৪০টি আসনে লড়লেও, কংগ্রেস মাত্র ১৮টি আসনে লড়ছে। বাকিগুলিতে লড়বে জোটসঙ্গীরা।

   

সোমবার সকাল ৭টায় শুরু হবে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সবচেয়ে কম আসনে ভোটগ্রহণ হচ্ছে পঞ্চম দফায়। ৪৯টি আসনে ভোটে লড়ছেন মোট ৬৯৫ জন প্রার্থী, এর মধ্যে ৮২ জন মহিলা।

পশ্চিমবঙ্গের ৭টি আসনে সোমবার ভোট হবে। সেগুলি হল – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি। এর মধ্যে ব্যারাকপুর, বনগাঁ ও হুগলি বিজেপির দখলে রয়েছে। বাকি ৪টি আসন তৃণমূলের দখল।

Lok Sabha Election: বিজেপির নজরে শেষ ৩ দফার ভোট

এই দফার নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন – কংগ্রেসের রাহুল গান্ধী। তিনি উত্তর প্রদেশের রায়বেরিলি কেন্দ্র থেকে লড়ছেন। বিজেপির স্মৃতি ইরানি লড়ছেন অমেঠি থেকে। উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। মুম্বই উত্তর কেন্দ্র থেকে লড়ছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল। জম্মু-কাশ্মীরের বারামুল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর আবদুল্লা। আরজেডির রোহিণী আচার্য লড়ছেন সরণ থেকে।

উত্তর প্রদেশের মোট ১৪টি আসনে আসনে আগামী কাল ভোট গ্রহণ। এই ১৪টি আসনের মধ্যে ১৩টিই বিজেপির দখলে রয়েছে। রায়বেরেলিই একমাত্র আসন, যেটি কংগ্রেসের দখলে। উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার রায়বেরিলির পাশাপাশি কেরলের ওয়েনাড থেকেও ভোটে দাঁড়িয়েছেন। 

যোগীরাজ্যের এই ১৪টি লোকসভা আসনের আওতায় ৭১টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৪৫টি আসনে বিজেপির বিধায়ক রয়েছে।

Mamata Banerjee: সরাসরি রাজনীতি করার অভিযোগ, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ-রামকৃষ্ণ মিশনকে তোপ মমতার!

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আগামী কাল, ২০ মে সোমবার, পঞ্চম দফায় গোটা দেশের ৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ।

এই দফার ভোট শেষ হলে ২৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লড়াইয়ে ইতি ঘটবে। ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।