শনিতে ভাগ্য নির্ধারণ প্রধানমন্ত্রী মোদী থেকে অভিষেকের, বিশেষ নজর ৯ কেন্দ্রে

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই এসে যাবে সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য অপেক্ষা করছেন সমগ্র দেশবাসী। আগামীকাল রয়েছে সপ্তম এবং শেষ দফার লোকসভা ভোট (Loksabha Election…

modi abhishek kangana শনিতে ভাগ্য নির্ধারণ প্রধানমন্ত্রী মোদী থেকে অভিষেকের, বিশেষ নজর ৯ কেন্দ্রে

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই এসে যাবে সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য অপেক্ষা করছেন সমগ্র দেশবাসী। আগামীকাল রয়েছে সপ্তম এবং শেষ দফার লোকসভা ভোট (Loksabha Election 2024)। আগামীকাল বহু হেভিওয়েটের ভাগ্য নির্ধারণের দিন। শেষ দফায় শনিবার ১ জুন সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থেকে শুরু করে দুই কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং এবং অনুরাগ ঠাকুর লড়াইয়ে রয়েছেন। কঙ্গনা রানাওয়াত, রবি কিষাণ, পবন সিং, কাজল নিষাদ- এই চার অভিনেতাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আরেক হেভিওয়েট, ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ভাগ্য নির্ধারণ হবে। সেইসঙ্গে আফজল আনসারি, বিক্রমাদিত্য সিং-এরও অগ্নিপরীক্ষা রয়েছে। এক কথায়, আগামীকালের ভোট নিয়ে উত্তেজনায় টগবগ করে ফুটছে রাজনৈতিক দলগুলি। আগামীকাল বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে।

   

বুথে বুথে চলছে নজরদারি। মোতায়েন করা হয়েছে পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সপ্তম দফার নির্বাচনে লড়ছেন ৯০৪ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৮০৯ জন এবং মহিলা প্রার্থী ৯৫ জন। সপ্তম দফায় সকলের নজর বাংলার ৯ কেন্দ্রে রয়েছে। এই কেন্দ্রগুলি হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। 

 

ষষ্ঠ দফা পর্যন্ত ৫৪২টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়েছে ৪৮৫টি আসনে। শেষ ৫৭টি আসনে ভোট হবে ১ জুন। লোকসভা নির্বাচনের সপ্তম দফায় যে ৯০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের মধ্যে ৩৩ শতাংশ অর্থাৎ ২৯৯ জন কোটিপতি। এই প্রার্থীদের গড় সম্পত্তি ৩.২৭ কোটি টাকা। বিজেপির কোটিপতি প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ৪৪। পঞ্জাবের ভাতিন্ডা থেকে সবচেয়ে ধনী প্রার্থী হরসিমরত কৌর বাদল। তাঁর সম্পত্তির পরিমাণ ১৯৮ কোটি টাকা।