Congress: দুই বউ থাকলেই মিলবে নগদ ২ লক্ষ টাকা! কংগ্রেস নেতার প্রতিশ্রুতি ঘিরে বিতর্ক

ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে বেরিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। অনুদান, চাকরি থেকে শুরু করে মাসোহারার ব্যবস্থা, কী নেই সেই প্রতিশ্রুতির তালিকায়!…

Kantilal-Bhuria

ভোটের (Lok Sabha Election 2024) প্রচারে বেরিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। অনুদান, চাকরি থেকে শুরু করে মাসোহারার ব্যবস্থা, কী নেই সেই প্রতিশ্রুতির তালিকায়! এরই মধ্যে এক আজব প্রতিশ্রুতি দিয়ে বসলেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস (Congress) প্রার্থী। কান্তিলাল ভুরিয়া নামে ওই নেতা প্রতিশ্রুতি দিয়েছেন, যে সমস্ত পুরুষের দুই বউ রয়েছে, তাঁরা দু’লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন। দলের মহালক্ষ্মী প্রকল্পের আওতায় এই সাহায্য করে হবে বলে দাবি করেন তিনি।

রতলামের কংগ্রেস প্রার্থী কান্তিলাল বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। এটা আমাদের ইস্তেহারেই বলা আছে। যাদের দুই বউ আছে, তাঁরা ২ লক্ষ টাকা পাবেন। সাইলানার এক জনসভায় কংগ্রেস প্রার্থী এই মন্তব্য করেন। তাঁর এহেন বক্তব্য শুনে দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারি সামনেই এই মন্তব্য করেন তিনি।

   

কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে, দারিদ্র্যসীমার নীচ (বিপিএল) থেকে বেরিয়ে আসার আগে মহালক্ষ্মী প্রকল্পে মহিলারা প্রতি মাসে ৮৫০০ টাকা করে পাবেন। জনসভায় বক্তব্য রাখার সময় কান্তিলালের এই মন্তব্যকে সমর্থনও করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারি। ওই ঘোষণাকে ‘অভাবনীয়’ আখ্যা দেন তিনি। তিনি বলেন, ভুরিয়াজি এই মাত্র একটি অভাবনীয় ঘোষণা করেছেন যে দু’জন স্ত্রী থাকলে একজন ব্যক্তি দ্বিগুণ (১ লক্ষ টাকা করে অর্থাৎ ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য) পাবেন।

ইউপিএ সরকারের আমলে আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্বে ছিলেন ভুরিয়া। ৭৩ বছর বয়সী কংগ্রেস নেতার এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি শিবির। নির্বাচন কমিশনকেও ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। ভুরিয়ার মন্তব্যের সমালোচনা করে বিজেপি সাংসদ মায়া নারোলিয়ার অভিযোগ, কংগ্রেস নেতারা মহিলাদের অপমান করতেই এমন ধরনের মন্তব্য করছেন। মধ্যপ্রদেশের মহিলা ভোটাররা লোকসভা নির্বাচনে কংগ্রেসকে যোগ্য জবাব দেবে।

মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র নরেন্দ্র সালুজা ভুরিয়ার বিবৃতির ক্লিপটি এক্স-এ আপলোড করেছেন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এদিকে ভুরিয়া বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুমুল সমালোচনা করেন। রতলামে মধ্যপ্রদেশের বনমন্ত্রী নগর সিং চৌহানের স্ত্রী অনিতা চৌহানের বিরুদ্ধে লড়ছেন ভুরিয়া। ১৩ মে, সোমবার লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় রতলাম কেন্দ্রে ভোটগ্রহণ হবে।