ভোট (Lok Sabha Election 2024) দিলেই মিলবে অতিরিক্ত ১০ নম্বর। বিরাট ঘোষণা করল উত্তরপ্রদেশের লখনউয়ের এক কলেজ। শুধু তাই নয়, কলেজের অধ্যাপক-শিক্ষাকর্মীদের জন্যও বিরাট ঘোষণা করা হয়েছে। তাঁদের অতিরিক্ত বেতন দেওয়ার কথা ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। পঞ্চম দফায়, ২০ জুন উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) হওয়ার কথা রয়েছে।
লখনউয়ের সেন্ট জোসেফ কলেজ এই অভিনব ঘোষণা করেছে। সেন্ট জোসেফ গ্রুপ অফ ইনস্টিটিউশনের ম্যানেজিং ডিরেক্টর অনিল আগরওয়াল জানিয়েছেন, ভোট দিলে আমরা প্রতিষ্ঠানের কর্মীদের একদিনের অতিরিক্ত বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে পড়ুয়াদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে।
কীভাবে এই ১০ নম্বর দেওয়া হয়ে, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, একটি বিষয়ে ১০ নম্বর দেওয়া হতে পারে। আবার প্রয়োজন পড়লে একাধিক বিষয় মিলিয়ে এই ১০ নম্বর দেওয়া হতে পারে। ২০ মে লখনউয়ে ভোটগ্রহণ। ভোটের হার বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Amit Shah: সরকার গড়তে কেন বিজেপির ‘প্ল্যান-বি’ নেই? বিস্ফোরক জবাব অমিত শাহ-র
এই সুবিধা পাওয়ার জন্য, পড়ুয়াদের অভিভাবকদের ভোট দেওয়ার পর দিন কলেজে এসে আঙুলে কালির দাগ দেখাতে হবে। তাহলেই অতিরিক্ত নম্বর পাবেন পড়ুয়ারা।
ক্রাইস্ট চার্চ কলেজও ভোটদানের হার বাড়াতে অতিরিক্ত নম্বর দেওয়ার কথা ঘোষণা করেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যে সমস্ত পড়ুয়াদের অভিভাবকরা ভোট দেবেন, তাঁদের অতিরিক্ত ২০ নম্বর দেওয়া হবে। একই সঙ্গে ভোটারদের মধ্যে সচেতনা বৃদ্ধি করার জন্য গোমতীনগরে র্যালিও আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
১৩ মে চতুর্থ দফার ভোটের দিন মধ্যপ্রদেশের ইন্দোরের বিভিন্ন দোকান অভিনব অফার দিয়েছিল। যারা প্রথমে ভোট দিয়েছেন, তাঁদের বিনামূল্যে জলখাবার ও আইসক্রিম দিয়েছিল দোকানগুলি। কর্নাটকের বেঙ্গালুরুতে, দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন বিভিন্ন রেস্তরাঁ, ব্যবসা এবং পরিবহণ সংস্থাগুলি বিনামূল্যে কফি, ধোসা বিতরণের পাশাপাশি বিমান ভাড়ায় ছাড় দিয়েছিল।
প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।