ভোটের আগে আততায়ীদের হাতে খুন BJP নেতা

লোকসভা ভোটের আগে খুন হলেন বিজেপি নেতা । আততায়ীর গুলিতে বিজেপি নেতা প্রমোদ কুমার যাদব নিহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশ সুপার ব্রিজেশ কুমার বলেছেন যে,…

Representative picture

লোকসভা ভোটের আগে খুন হলেন বিজেপি নেতা । আততায়ীর গুলিতে বিজেপি নেতা প্রমোদ কুমার যাদব নিহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশ সুপার ব্রিজেশ কুমার বলেছেন যে, বোধাপুরের বাসিন্দা বিজেপি নেতা প্রমোদ কুমার যাদব তার গাড়ি নিয়ে যখন সকালে বেরিয়েছিলেন তখন কিছু মোটরসাইকেল আরোহী তার গাড়ি থামানোর ইঙ্গিত দেয় এবং তাকে গুলি করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আততায়ীরা যাদবকে লক্ষ্য করে চারটি গুলি করে। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক যাদবকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ জোরকদমে নিজেদের তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে ।

Advertisements

তথ্যের ভিত্তিতে জৌনপুরের পুলিশ সুপার অজয় পাল শর্মা বলেন , এ মামলায় তিনজনের জড়িত থাকার সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, সন্দেহভাজনদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।