মমতার মতই দলের গায়ে দুর্নীতির দাগ, ভোটের আগে কতটা প্রস্তুত নীতিশ?

নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগে একের পর এক হেভিওয়েট নেতাদের গ্রেফতারি সত্ত্বেও ক্ষমতায় টিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। নীতিশ…

নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগে একের পর এক হেভিওয়েট নেতাদের গ্রেফতারি সত্ত্বেও ক্ষমতায় টিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। নীতিশ কুমার (Nitish Kumar) কি মমতার মত নিজের নেতা-মন্ত্রীদের দুর্নীতির দায় থেকে মুক্ত করে ক্ষমতা ধরে রাখতে পারবেন?

Advertisements

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর আগামী দু-মাসের মধ্যে নির্ধারিত হবে প্রতিবেশী রাজ্য বিহারের ভাগ্যও। নির্বাচন আবহে এইসব প্রশ্নই দানা বাঁধছে রাজনীতিকদের অন্দরমহলে। বর্তমানে বিহারের রাজনৈতিক পরিস্থিতি ২০১৬ সালের পশ্চিমবঙ্গের মতই। ম্যাথু স্যামুলেয়ের নারদা স্টিং অপারেশন তো তৃণমূলের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়কের কর্মকান্ড সকলের সামনে ফাঁস করে দিয়েছিল।

   

তাতেও নির্বাচনে কোনও প্রভাব পড়তে দেননি তৃণমূল কংগ্রেস-সুপ্রিমো মমতা। কিন্তু বর্তমানে বিহারে জেডিইউ-বিজেপির বিরুদ্ধে যেভাবে রাজনৈতিক উপদেষ্টা তথা জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর দুর্নীতির প্রমাণ পেশ করতে শুরু করেছেন, তাতে ভোটের আগে নীতিশের শিরঃপীড়া ক্রমশ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

কিন্তু মমতা যেমন ম্যাথুর স্টিং অপারেশনকে ‘সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে তোপ দেগে পশ্চিমবঙ্গের রাজনীতিকে তোলপাড় করে দিয়েছিলেন, নীতিশ কুমার ঠিক যেন তার বিপরীত। নির্বাচন আবহে নেতা-মন্ত্রীদের উপর দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও কার্যত মৌন তিনি।

বিহারে কি ‘শাসকদলের দুর্নীতি’ বিরোধীদের অস্ত্র হবে?

বর্তমানে জেডিইউ (JDU) সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব তো হয়েছেন বিরোধীরা। আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব নীতিশ-সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার চালাচ্ছেন। কিন্তু নির্বাচনের মূল অস্ত্র হিসেবে ‘সরকারের দুর্নীতি’-কে কি বেছে নেবে আরজেডি-কংগ্রেস?

বস্তুত, জেয়াডিইউ-বিজেপির উপর অভিযোগ করলেও নীতিশ-কে সৎ রাজনৈতিক নেতা বলেই উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর। ঠিক পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই। পুরো রাজনৈতিক দলের উপর দুর্নীতির অভিযোগ এলেও নিজেদের ‘ইমেজ’ বাঁচিয়ে চলেছেন মমতা-নীতিশ।

অন্যদিকে, এসআইআর, অনুন্নয়ন, বেকারত্ব, অপরাধ বৃদ্ধি নিয়ে যে পরিমাণ সুর চরাচ্ছেন তেজস্বী, নীতিশ সরকারের দুর্নীতির বিষয়ে কিছুটা যেন দমে যাচ্ছেন! উল্টে লালু প্রসাদের আমলের দুর্নীতি নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন নীতিশ কুমার। সুতরাং, দুর্নীতির অস্ত্র বিরোধীদের পক্ষে কতটা ফলপ্রসূ হবে সেই নিয়ে প্রশ্ন থাকছে।