সবুজ সঙ্কেত উপ-রাজ্যপালের, কেজরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারবে ইডি

নয়াদিল্লি: নতুন করে সমস্যার মুখে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ নতুন করে আইনি জটিলতার মধ্য জড়াতে চলেছেন তিনি৷ আবগারি দুর্নীতি মামলায় কেজরির বিরুদ্ধে তদন্ত চালানোর…

lg approves investigation against kejriwal

নয়াদিল্লি: নতুন করে সমস্যার মুখে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ নতুন করে আইনি জটিলতার মধ্য জড়াতে চলেছেন তিনি৷ আবগারি দুর্নীতি মামলায় কেজরির বিরুদ্ধে তদন্ত চালানোর অনুমতি দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা৷ দিল্লি বিধানসভা ভোটের আগে এই অনুমোদন কেজরিওয়ালের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। লোকসভা নির্বাচনেও সে ভাবে নজরকাড়া ফল করতে পারেনি আম আদমি পার্টি৷ ফলে আসন্ন নির্বাচন কেজরিওয়ালের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। (lg approves investigation against kejriwal)

ফটেন্যান্ট গভর্নরের কাছে আবেদন  

 গত ৬ নভেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তদন্তের অনুমতি চেয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে আবেদন জানিয়েছিল ইডি। গত ৫ ডিসেম্বর আবেদন জানায় ইডি৷ শনিবার সেই আবেদন মেনে নিলেন সাক্সেনা। 

   

সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছিল, কেজরিওয়াল একজন জনপ্রতিনিধি৷ তাই রাজ্য সরকারের সম্মতি ছাড়া তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। আগে অবশ্য কোনও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য রাজ্য সরকারের সম্মতি নিতে হত না ইডি-কে। এই অনুমতি প্রয়োজন ছিল সিবিআই বা রাজ্য পুলিশের৷ তবে পরবর্তীতে ইডির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হয়।

১০০ কোটির দুর্নীতি

আবগারি কেলেঙ্কারি কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে ওঠা অন্যতম বড় অভিযোগ। এই মামলায় অর্থ পাচারের বিষয়টি তদন্ত করছে ইডি৷ অভিযোগ, কেজরিওয়াল ও তাঁর দলের কয়েকজন নেতা আবগারি নীতিতে ২০২১-২২-এ কিছু পরিবর্তন এনেছিলেন, যাতে একটি ‘দক্ষিণ লবি’-কে সুবিধা দেওয়া যায় এবং তার বিনিময়ে ১০০ কোটি টাকা আদায় করা হয়েছিল৷ এর মধ্যে ৪৫ কোটি টাকা গোয়া নির্বাচনের প্রচারে খরচ করা হয় বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।

২০২৩ সালের ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল, তবে সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর কেজরীওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং ২০২৫ সালের রাজ্য নির্বাচনের পর পুনরায় মুখ্যমন্ত্রী পদে ফিরে আসার প্রতিশ্রুতি দেন।

 Bharat: Arvind Kejriwal faces new legal challenge as Delhi LG approves investigation in excise corruption case. Major hurdle before assembly elections. ED seeks permission based on Supreme Court order.