চাঞ্চল্য VIP Zone-এ: মন্ত্রীর বাংলোয় ঢুকল চিতা! শুরু তুমুল সার্চ অপারেশন

Leopard in VVIP Civil Lines Jaipur

জয়পুর: জয়পুরের নিরাপত্তা বলয়ে চাঞ্চল্য। রাজস্থানের জলসম্পদ মন্ত্রী সুরেশ সিংহ রাওতের সরকারি বাংলোর ভেতরে চিতা প্রবেশ করায় বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে ভিভিআইপি এলাকায়। রাজ্যের রাজধানীর সবচেয়ে সুরক্ষিত আবাসনমণ্ডল ‘সিভিল লাইনস’-এ এমন ঘটনা প্রশাসনকে তৎপর করে তুলেছে।

Advertisements

সিভিল লাইনস এলাকায় একাধিক উচ্চপদস্থ ব্যক্তিত্বের সরকারি বাসভবন রয়েছে, সাবেক উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের বাংলো নম্বর ১১ ঠিক মন্ত্রীর বাসভবনের সামনেই। একই পরিসরে রয়েছে রাজভবন, মুখ্যমন্ত্রীর বাসভবন এবং বহু মন্ত্রীর ও আমলাদের কোয়ার্টার। সেই এলাকাতেই চিতার গতিবিধি ধরা পড়ায় মুহূর্তে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

   

বনদফতরের নিশ্চিতকরণ

অধিকারিকরা জানিয়েছেন, মন্ত্রীর বাংলোর চত্বরে পাওয়া গিয়েছে তাজা পায়ের ছাপ। বনদফতর সেই চিহ্ন দেখে নিশ্চিত হয় যে এলাকায় একটি চিতা ঢুকে পড়েছে। খবর পেয়েই উদ্ধারকারী বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে বিশাল অভিযান শুরু করেছে। মন্ত্রীর বাড়ি এবং আশপাশের সরকারি বাংলোগুলিতে তল্লাশি চালানো হচ্ছে চিতার সম্ভাব্য লুকোনো জায়গা খুঁজে বের করতে।

অতি সংবেদনশীল অঞ্চল হওয়ায় তৎক্ষণাৎ এলাকা ঘিরে ফেলা হয়। প্রশিক্ষিত রেসকিউ দল মোতায়েন করা হয়েছে। স্থানীয় থানাকেও সতর্ক করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, চিতাকে নিরাপদে খুঁজে বের করে নিস্তেজ করে ধরাই এখন তাদের অগ্রাধিকার; কোনওভাবেই মানুষ বা প্রাণীর ক্ষতি হোক, তা তারা চাইছে না।

কোথায় লুকিয়ে থাকতে পারে চিতা? Leopard in VVIP Civil Lines Jaipur

প্রাথমিক ধারণা, মন্ত্রীর বাংলোর কোনও ছায়াযুক্ত বা নির্জন কোণে আশ্রয় নিয়েছে চিতাটি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চিতার নড়াচড়া শনাক্ত করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহলও।

Advertisements

শহরে বারবার চিতা দেখা যাচ্ছে কেন?

এটাই প্রথম নয়। গত ২১ আগস্ট গোয়ালপারা টার্নের কাছে একই ধরনের চিতার উপস্থিতি দেখা গিয়েছিল। সাম্প্রতিক মাসগুলিতে দুর্গাপুরা, জয়সিংহপুরা, জগতপুরা, খো-নাগোরিয়ান এবং বিদ্যাধর নগর থেকেও এমন রিপোর্ট এসেছে। বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চলে খাদ্যের ঘাটতি ও বাসস্থানের সঙ্কোচন বন্যপ্রাণীদের ক্রমশ শহরমুখী করে তুলছে।

তবে সিভিল লাইনসের মতো ভিভিআইপি নিরাপত্তাবেষ্টনীতে চিতার অনুপ্রবেশ নতুন উদ্বেগ তৈরি করেছে। নিরাপত্তা সংস্থা ও বনদফতর এখন দুই দিক সামলাচ্ছে, একদিকে এলাকাবাসীর সুরক্ষা, অন্যদিকে বন্যপ্রাণীর সঙ্গে কোনও সংঘাত এড়িয়ে তাকে নিরাপদে উদ্ধার করা।

উদ্ধার অভিযান চললেও প্রশাসনের কড়া নজর এখন পুরো সিভিল লাইনস জুড়ে। শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকায় বন্যপ্রাণীর এই অঘটন জয়পুরের নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রশ্ন তুলছে।

Bharat: A leopard entered Rajasthan Water Resources Minister Suresh Singh Rawat’s official bungalow in Jaipur’s high-security Civil Lines area, triggering a massive VVIP security alert. Forest Department teams are conducting an extensive rescue operation amidst heightened urban wildlife conflict concerns.