গুয়াহাটি: সিঁড়ির কোনে ঘাপটি মেরে বসে আছে বিরাট এক লেপার্ড। হিংস্র এই প্রাণী লেপার্ড অনেকটা চিতার মতো গায়ের রঙ। এমনই লেপার্ডের গোঙানিতে নার্সিং হোমের সবাই ভয়ে কাঠ। এ ঘটনা গুয়াহাটির।
তিনটি লেপার্ড ঘুরছে leopard in guwahati nursing home
অসমের রাজধানী শহরটিতে কমপক্ষে তিনটি লেপার্ড ঘুরে বেড়াচ্ছে! এমন সংবাদে আরও আতঙ্ক। একটিকে দেখা গেছে গুয়াহাটির কুমারপাড়ার এক নার্সিং হোমের ভিতরে।
কুমারপাড়ায় তিনটি চিতাবাঘ দেখা গিয়েছিল বলেই এলাকাবাসী জামান। স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে এই ঘটনা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। ওই লেপার্ড উদ্ধার করার কাজ শুরু হয়। একটি লেপার্ডের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।
পাঁচালিতে তিনটি লেপার্ডের দেখা মিলেছে leopard in guwahati nursing home
জানা গেছে গত বুধবার থেকে ভরলুমুখের কাছে কুমারপাড়া পাঁচালিতে তিনটি লেপার্ড দেখা যাচ্ছিল। এদের একটি প্রাপ্তবয়স্ক এবং দুটি শাবক। আতঙ্কিত এলাকাবাসী বনকর্মীদের সামনে ভিড় করে ক্ষোভ দেখান। এক বন কর্মকর্তা বলেছেন, আমাদের কর্মীরা এই প্রাণীদের উদ্ধারের চেষ্টা করছেন।
এর আগে, 25 ডিসেম্বর একটি লেপার্ড গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটি সংযোগকারী নির্মাণাধীন সেতুতে একজনের উপর লাফিয়ে পড়েছিল। এরপর প্রাণীটি সেতুর একটি খুঁটিতে আশ্রয় নেয়। ব্রিজের উপর কাজ করা শিকারের উপর ধাক্কা দেয়। আক্রান্ত ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা উদয় ঘোষ। তিনি আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে।
অসমের বিস্তির্ণ বনাঞ্চলে লেপার্ড আছে leopard in guwahati nursing home
অসম বন দফতর জানিয়েছে, লেপার্ড ও ভারতীয় চিতা তথা তেন্দুয়া ভারত ছাড়া নেপাল, ভুটান এবং পাকিস্তানের কিছু অংশে দেখা যায়। বাংলাদেশের সিলেট, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের বনাঞ্চলে মাঝে মাঝে দেখা যায়। এটি গ্রীষ্মমন্ডলীয় বর্ষাবনাঞ্চল শুষ্ক পর্ণমোচী বন, নাতিশীতোষ্ণ বন এবং উত্তরের শঙ্কুযুক্ত বনে বাস করে। অসমের বিস্তির্ণ বনাঞ্চলে লেপার্ড আছে।
Bharat: A leopard sighting in Guwahati‘s Kumarpara area has caused panic. At least three leopards have been seen, with one inside a nursing home. Forest officials are on site to capture the animals. Residents are urged to stay cautious.