HomeBharatপ্রকাশ্যে খুন আদিবাসী CPIM নেতা, ক্ষুব্ধ জনতার অবরোধে আক্রান্ত পুলিশ

প্রকাশ্যে খুন আদিবাসী CPIM নেতা, ক্ষুব্ধ জনতার অবরোধে আক্রান্ত পুলিশ

- Advertisement -

গুলি করে খুণ করা হলো বাম নেতাকে। প্রকাশ্যে গুলি করে এই CPIM নেতাকে খুনের জেরে তীব্র উত্তেজনা। নিহত বাম নেতার নাম সুভাষ মুন্ডা। তাঁকে খুনের জেরে আদিবাসী সমাজ ক্ষিপ্ত। শুরু হয়েছে ভাঙচুর। প্রবল উত্তেজনা ছড়িয়েছে ঝাড়খন্ডের (Jharkhand) রাজধানী রাঁচি (Ranchi) শহরে।

সিপিআইএম নেতা সুভাষ মুন্ডাকে গুলি করে হত্যা করা হয় রাঁচির দালাদলি চকের কাছে। তার অফিসেই খুন করা হয়েছে। অফিসে বসে থাকার সময় সুভাষ মুন্ডাকে কয়েকজন ঘিরে গুলি করে।  এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অপরাধীরা সুভাষ মুন্ডাকে ৭টি গুলি করেছে। গুলি করার পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

   

সুভাষ মুন্ডা রাঁচির জমি ব্যবসায়ী প্রয়াত কমল ভূষণের খুব ঘনিষ্ঠ ছিলেন। সম্প্রতি কমলকেও খুন করা হয়।এর আগে, অপরাধীরা রাঁচির পিসকা মোড়ে প্রকাশ্য দিবালোকে কমল ভূষণের হিসাবরক্ষক সঞ্জয় সিংকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ তদন্তে আরও জানা গেছে যে কমল ভূষণকে যারা হত্যা করেছিল তারাই সঞ্জয় সিংকে হত্যা করেছিল এবং অপরাধীরা কমল ভূষণের অনেক ঘনিষ্ঠ বন্ধুদের টার্গেট করেছিল। এবার সিপিআরএম নেতাকে খুনের ঘটনায় কমল ভূষণের পুরনো শত্রুরা জড়িত বলে মনে করা হচ্ছে।

সিপিআইএম নেতা সুভাষ মুন্ডা হত্যার খবর শুনে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় মানুষ। স্থানীয় লোকজন অনেক যানবাহন ভাংচুর ও দোকানপাট বন্ধ করে দিয়েছে। সুভাষ মুন্ডার লাশ নিয়ে সড়ক অবরোধ হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে রাঁচির গ্রামীণ এসপি সহ একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে কাজ করছেন এবং মানুষকে বোঝানোর কাজও করছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular