অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া মুরিদকে ক্যাম্প আরও বড় করে পুনর্নির্মাণের হুমকি লস্করের

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরে এলওসি (LoC) পেরিয়ে পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। তারই মধ্যে ধ্বংস হওয়া মুরিদকের ট্রেনিং ক্যাম্প আরও বড় করে পুনর্নির্মাণের…

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরে এলওসি (LoC) পেরিয়ে পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। তারই মধ্যে ধ্বংস হওয়া মুরিদকের ট্রেনিং ক্যাম্প আরও বড় করে পুনর্নির্মাণের হুমকি দিলেন লস্কর (LeT) কম্যান্ডার কাসিম। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় ভারতীয় সেনা যে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের মুরুদকে মরকজ তইবা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল তা স্বীকার করে নিয়েছে লস্কর জঙ্গি কাসিম।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুরিদকের ধ্বংসস্তূপে পরিণত ক্যাম্পের সামনে দাঁড়িয়ে কাসিম বলছেন, “আমি এই মুহূর্তে মরকজ তইবার সামনে দাঁড়িয়ে আছি। (অপারেশন সিঁদুর) হামলায় এটিকে ধ্বংস করা হয়েছে। কিন্তু আমরা এটিকে আরও বড় করে পুনর্নির্মাণ করব”। সেইসঙ্গে ওই ক্যাম্প মুজাহিদিন এবং তালাবার বহু সাহসী যোদ্ধার জন্ম দিয়েছে এবং তাঁরা জয় হাসিল করেছে বলেও উল্লেখ করেন কাসিম। লস্কর কম্যান্ডারের এটি ‘হুমকি’ হলেও বিশ্বের কূটনীতিতে ভারতের এটি বড় জয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

   

কেননা অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে পাকিস্তানের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে ওই অপারেশনে ভারতীয় সেনা পাকিস্তানের সাধারণ নাগরিকের বাসভবন এবং জনবসতিপূর্ণ এলাকা, বিদ্যালয়, মসজিদকে “টার্গেট” করেছিল। তবে এবার পাকিস্তানের ‘মিথ্যে’ ফাঁস করে দিল খোদ লস্কর-ই-তইবার (LeT) কম্যান্ডার। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরে জইশ জঙ্গি মাসুদ ইলিয়াস কাশ্মীরি ভিডিও বার্তায় বাহওয়ালপুরের জঙ্গিঘাঁটি ধ্বংসের কথা স্বীকার করে নেয়।

Advertisements

পহেলগাম হামলার ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর প্রতিশোধে ভারতীয় সেনার ওই হামলায় জইশ-ই-মদম্মদের (JeM) প্রধান মাসুদ আজহারের পরিবার মারা গিয়েছিল বলে স্বীকার করে ইলিয়াস। পাক-জঙ্গি সংগঠনগুলির একের পর এক স্বীকারোক্তিতে ভারতীয় সেনা যে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি এবং ট্রেনিং ক্যাম্প ধ্বংস করেছিল তা আরও পোক্তভাবে প্রমাণিত হচ্ছে।

মুরিদকে ট্রেনিং ক্যাম্প

সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, ২০০০ সালে নির্মিত মুরিদকের মরকজ তইবা লস্কর-ই-তইবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে এই ক্যাম্প থেকে ট্রেনিং-প্রাপ্ত বহু জঙ্গি যুক্ত ছিল। অন্যদিকে, ২০১৫ সালে নির্মিত বাহওয়ালপুরের ট্রেনিং ক্যাম্পটি জইশ জঙ্গিদের অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার ছক ওই ক্যাম্পে বসেই করা হয়েছিল। ২২ এপ্রিল পহেলগামে পাক-জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর ৭ মে “অপারেশন সিঁদুরে” আরও ৭ টি জঙ্গি ঘাঁটি ও ক্যাম্প সহ এই দুটি উল্লেখযোগ্য ক্যাম্পও ধ্বংস করে ভারতীয় সেনা।