জম্মু ও কাশ্মীর: জঙ্গি দমন অভিযানে ফের একবার বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। জানা গিয়েছে, বৃহস্পতিবার পুঞ্চ (Poonch) সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) থেকে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ভারতীয় সেনাবাহিনী এক পাক অধিকৃত কাশ্মীর নাগরিককে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা তথা লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর গাইড জাহের হুসেন শাহকে গ্রেফতার করল ভারতীয় সেনা। চাকান দা বাগের কাছে নিয়ন্ত্রণরেখা থেকে আজহার হুসেন নামে ওই পাক নাগরিককে আটক করে সেনার ৯ শিখলি। বর্তমানে হুসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । চলতি মাসের শুরুর দিকে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে ব্যর্থ করে দেয় বিএসএফ।
উল্লেখ্য, পাকিস্তান এবং আইএসআই ভারতে অনুপ্রবেশের জন্য জঙ্গিদের সহায়তা অব্যাহত রেখেছে, তবে ভারতীয় সেনাবাহিনী সফলভাবে তাদের প্রচেষ্টাও ব্যর্থ করে দিয়েছে। সূত্রের খবর, পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশে সাহায্য করতে সাধারণ মানুষ ও মসজিদকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে পাক জঙ্গিরা। আইএসআইয়ের সঙ্গে যুক্ত পাকিস্তানি সেনাবাহিনী এই অনুপ্রবেশের প্রচেষ্টাকে সক্রিয়ভাবে সমর্থন করছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মাসের শুরুতে ভারতকে সংলাপের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছিলেন, কারণ পাকিস্তান ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পঞ্চম বার্ষিকী পালন করেছে।
ভারত সরকার ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫এ ধারা বাতিল করে এবং পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। পাকিস্তান ২০২০ সালে ৫ আগস্টকে ‘ইয়ুম-ই-ইস্তেহসাল’ হিসাবে মনোনীত করেছিল এবং ভারতীয় পদক্ষেপের প্রতিবাদ জানাতে প্রতি বছর এই দিনটি পালন করে।
পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে আইনপ্রণেতাদের উদ্দেশে এক ভাষণে পাক প্রধানমন্ত্রী শরিফ বলেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি ও নিরাপত্তার স্বার্থে ভারতকে অবশ্যই বিরোধ অস্বীকার থেকে বিরোধ নিষ্পত্তির দিকে যেতে হবে।
J&K | A PoK resident & Lashkar-e-Taiba terror group guide identified as Zaher Hussein Shah has been apprehended by the Indian Army in Poonch, confirms Police.
(Photo source: Poonch Police, J&K) pic.twitter.com/thhMyXZlZD
— ANI (@ANI) August 23, 2024