হায়দরাবাদ থেকে দিল্লি, লাল চন্দন চক্রের বড়সড় নেটওয়ার্ক ফাঁস

রবিবার অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় লাল চন্দন (Red Sandals) চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে প্রায় ১.১ টন (১,০৮৭ কেজি) লাল…

Robbery arrest accused

রবিবার অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় লাল চন্দন (Red Sandals) চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে প্রায় ১.১ টন (১,০৮৭ কেজি) লাল চন্দনের কাঠ, দুটি গাড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ইরাগামরেডি নাগা দস্তগিরি রেড্ডি (৩৫), মুদিরেডি রামমোহন রেড্ডি (৪৭), ইউ. কৃষ্ণাইয়া (৫৩), কায়ালা শ্রীনিবাসুলু (৪৪), বান্দ্রেডি ওবুল রেড্ডি (৫৪) এবং সানিভারাপু বালাগাঙ্গি রেড্ডি (৪৪) — এরা সকলেই কাডাপা জেলার বাসিন্দা। শনিবার রাতে প্রোদ্দাতুর-আন্নাভারম সড়কের চিন্নাভারাদয়াপল্লে বনাঞ্চলের কাছে নিয়মিত তল্লাশির সময় অভিযুক্তদের আটক করা হয়।

   

পুলিশ জানায়, একটি এসইউভি এবং একটি সেডান গাড়িতে করে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করার সময় তাদের থামানো হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এদের পেছনে আরও বড় চক্র এবং প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ রয়েছে।

Advertisements

কাডাপার পুলিশ সুপার ই.জি. অশোক কুমার জানান, দস্তগিরি রেড্ডি লাল চন্দন পাচারের ৮৬টি এবং চুরির ৩৪টি মামলায় কুখ্যাত অপরাধী। তার ও তার স্ত্রী লালু বি-র বিরুদ্ধে তিনটি পি.ডি. আইনের মামলা বিচারাধীন। স্ত্রী বর্তমানে কারাগারে আছেন। এছাড়া তার আত্মীয় লালু বাশা, ফকরুদ্দিন ও জাকিরের বিরুদ্ধেও শতাধিক মামলা রয়েছে।

এসপি আরও জানান, দস্তগিরি দিল্লিভিত্তিক এক চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি যুক্ত এবং হায়দরাবাদের বিক্রম সিং সোলাঙ্কির মাধ্যমে হাওয়ালায় অর্থ লেনদেন করত। বিক্রম সিং সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News