লালুর পারিবারিক ক্লেশ: বোনের পাশে তেজ প্রতাপ

পাটনা: ভোটে ভরাডুবির পর পারিবারিক অশান্তি নতুন করে শিরঃপীড়া হয়ে দাঁড়িয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav)। আগেই বড় ছেলে তেজ প্রতাপকে (Tej Pratap Yadav) ‘পরকিয়া বিতর্ক’-এর জেরে দল ও পরিবার থেকে বহিষ্কার করেছেন আরজেডি সুপ্রিমো। এবার বিধানসভা ভোটের ফলাফল বেরতেই পরিবারের বিরুদ্ধে একের পর এক ‘বিস্ফোরক’ অভিযোগ তুলছেন তার কন্যা রোহিণী আচার্য (Rohini Acharya)।

Advertisements

রবিবার সমাজমাধ্যমে রোহিণীর ‘বিস্ফোরক’ পোস্টের পর বোনের পাশে দাঁড়ালেন তেজ প্রতাপ যাদব। তিনি বললেন, “আমার সঙ্গে যা হয়েছে মেনে নিয়েছি। কিন্তু আমার বোনকে অপমান কোনভাবেই সহ্য করব না।” তেজ প্রতাপ (Tej Pratap Yadav) বলেন যে এই ঘটনা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাঁর পরিবারের উপর যারা আক্রমণ করছে, বিহারের মানুষ তাঁদের ক্ষমা করবে না।

   

সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে তেজ প্রতাপ (Tej Pratap Yadav) লেখেন, “আমার বোন রোহিণীর উপর চপ্পল ছোঁড়ার খবর শোনার পর থেকে হৃদয়ে আগুন জ্বলছে। যখন জনসাধারণের অনুভূতিতে আঘাত লাগে, তখন বুদ্ধির উপর ধুলো উড়ে যায়। কয়েকটি মুখ তেজস্বীর বুদ্ধিকেও মেঘলা করে দিয়েছে।” এরপর পরিবারের সম্মান রক্ষার্থে বাবার কাছে অনুমতি চান তেজ প্রতাপ।

তেজস্বীর বন্ধুই বিভীষণ!

Advertisements

রোহিণী আচার্য (Rohini Acharya) তাঁদের পরিবারে ভাঙ্গন ধরানোর জন্য আরজেডি নেতা সঞ্জয় যাদব এবং তেজস্বী যাদবের ঘনিষ্ঠ বন্ধু রমিজ খানকে দায়ী করেছেন। তিনি দাবি করেছেন যে তাঁদের নির্দেশেই তিনি রাজনীতি এবং তার বাবা-মায়ের বাড়ি ছেড়েছেন।

রবিবার সমাজমাধ্যমে রোহিণী লেখেন, “গতকাল, এক মেয়ে, এক বোন, এক বিবাহিত মহিলা, এক মাকে অপমান করা হয়েছে। তাঁকে নোংরা গালিগালাজ করা হয়েছে, তাঁকে চপ্পল ছুঁড়ে আঘাত করা হয়েছে। আমি নিজের আত্মসম্মানের সঙ্গে আপস করিনি। আমি সত্যকে ত্যাগ করিনি এবং কেবল এই কারণেই আমাকে এই অপমান সহ্য করতে হয়েছে।”

রোহিণী (Rohini Acharya) আরও লেখেন, “গতকাল, এক মেয়ে বাধ্য হয়ে তার কাঁদতে কাঁদতে বাবা-মা আর বোনদের ছেড়ে এসেছে। ওরা আমাকে অনাথ করে দিল, মায়ের থেকে আমাকে দূর করে দিল। কারও যেন আমার মত পরিণতি না হয়। কোনও পরিবার যেন কখনও রোহিণীর মতো কন্যা-বোন না পায়।”