Lalduhoma: জঙ্গিদের যম, ইন্দিরা গান্ধীর দেহরক্ষী প্রধান লালদুহোমা মুখ্যমন্ত্রী হবেন

প্রসেনজিৎ চৌধুরী: বৈঠকের দিন ঠিক হয়েছিল ৩১ অক্টোবর সন্ধে নাগাদ। বৈঠক করবেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের ‘বন্ধু’ মিজো জঙ্গি নেতা লালডেঙ্গা। অনেক কাঠখড় পুড়িয়ে…

প্রসেনজিৎ চৌধুরী: বৈঠকের দিন ঠিক হয়েছিল ৩১ অক্টোবর সন্ধে নাগাদ। বৈঠক করবেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের ‘বন্ধু’ মিজো জঙ্গি নেতা লালডেঙ্গা। অনেক কাঠখড় পুড়িয়ে সেই বৈঠকের ব্যবস্থা করেছিলেন ক্ষুরধার আমলা (Lalduhoma) লালদুহোমা, যিনি একসময় খোদ ইন্দিরার দেহরক্ষী বাহিনীতে ছিলেন। সেই বৈঠকের দিনই শিখধর্মীয় খালিস্তানি জঙ্গিরা তাদের ষড়যন্ত্রের নীল নকশার লাল তারিখ বেছে রেখেছিল। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর সকালেই খালিস্তানি সমর্থক দেহরক্ষীদের গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দুঁদে আমলা লালদুহোমার জীবনভর আফশোস, ওইদিন বৈঠকটি হলে উত্তরপূর্বাঞ্চলের ভয়াবহ বিচ্ছিন্নতাবাদ-সন্ত্রাসবাদ দ্রুত ঠাণ্ডা হয়ে যেত। সেই বৈঠকের মূল কারিগর ছিলেন লালদুহোমা। এবার (Mizoram) মিজোরামের শাসনে তিনিই।

লালদুহোমা-ব্যাস নাম হি কাফি হ্যায়। পুলিশ জীবনে সার্ভিস রিভলবার থেকে বারবার গোয়ার মাদক পাচারকারীদের বিরুদ্ধে গুলি চালিয়েছিলেন লালদুহোমা। নাম শুনেই আরব সাগর তীরের মাদক কারবারীদের মধ্যে ভয় ছড়াত। কারণ, লালদুহোমা উগ্র মিজো সমাজ থেকে উঠে আসা একজন। সেই কারণে তিনি ছিলেন সুপরিচিত। ১৯৭৭ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন। সাহস দেখে মুগ্ধ ইন্দিরা। এক ঝটকায় লালদুহোমাকে দেহরক্ষী বাহিনীতে এনেছিল স্বরাষ্ট্রমন্ত্রক।

   

১৯৮৪ সালে ইন্দিরা হত্যার পর আচমকা চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন লালদুহোমা। পরে কংগ্রেসের সাথেই সংঘাতে জড়ালেন। ছাড়লেন কংগ্রেস। মিজো জাতি ভিত্তিক রাজনীতিতে জড়িয়ে গেলেন। সবাইকে চমকে দিয়ে তিনি যোগ দিলেন ভারত সরকার বিরোধী বলে চিহ্নিক লালডেঙ্গার দল (MNF) মিজো ন্যাশনাল ফ্রন্টে। সে এক মারকাটারি মুহূর্ত। লালডেঙ্গা-লালদুহোমা একসাথে এক দলে! দিল্লি সরগরম। পাকিস্তান সরগরম। বাংলাদেশে তীব্র চাঞ্চল্য। কারণ, মুক্তিযুদ্ধে ভারতের সেনার বিরুদ্ধে পাকিস্তানের মদতকারী লালডেঙ্গা। আরও তার দলেই কিনা লালদুহোমা! চিন সরগরম। আমেরিকা গরম। ইউরোপে হই হই। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতেও শোরগোল পড়ে গেছিল।

Advertisements

তবে লালডেঙ্গা আর লালদুহোমা জুটি বেশিদিন চলেনি। নতুন দল গড়েন লালদুহোমা। সেই দলের নাম Zoram Nationalist Party, দলটি বিধানসভা ভোটে মিজোরামের ক্ষমতায়। এবার মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। যাঁর সাহসে প্রিয়দর্শিনী ইন্দিরা ছিলেন মুগ্ধ। তবে ইন্দিরাকে রক্ষা করতে পারেননি লালদুহোমা। এই আফশোস তাঁর থেকে গেছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News