নয়াদিল্লি: লাদাখের (Ladakh) রাজধানীতে চরম সংঘর্ষের দু’দিনের মাথায় জয়বায়ু ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক-কে শুক্রবার নাটকীয়ভাবে গ্রেফতার করেছে লেহ-পুলিশ। এই নিয়ে বিজেপি সরকারকে তুলোধোনা করলেন বিরোধী ওমর আব্দুল্লাহ সহ অরবিন্দ কেজরিওয়াল। সোনমের (Sonam Wangchuk) গ্রেফতারিকে “একনায়কতন্ত্রের প্রতিফলন” বলে কটাক্ষ করলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
বিজেপিকে (BJP) একহাত নিয়ে কেজরি (Arvind Kejriwal) বলেন, “রাবণ, কংশের অবসান হয়েছিল। হিটলার মুসোলিনির একনায়কতন্ত্রও একদিন শেষ হয়েছিল। আজ এই নামগুলোকে মানুষ ঘৃণা করে।” “বর্তমানে আমাদের দেশেও একনায়কতন্ত্র মাথাচাড়া দিয়েছে। এর সমাপ্তি প্রয়োজন”।
অন্যদিকে, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah) সোনমের গ্রেফতারিকে “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, “গতকাল থেকেই কেন্দ্র সরকারের হাবভাব দেখে মনে হচ্ছিল তারা এরকম কিছু করবে। লাদাখের জনগণকে প্রতুশ্রুতি দেওয়ার পর এখন কেন্দ্র সরকার পিছু হঠছে!”
সোনম ওয়াংচুকের গ্রেফতারি
বুধবার লাদাখের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ‘ঘৃতাহুতি’ দেওয়ার অভিযোগে শুক্রবার সোনম ওয়াংচুক-কে গ্রেফতার করে লেহ পুলিশ। যদিও, সংঘর্ষের তীব্র বিরোধিতা জানিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন ওয়াংচুক। শুক্রবার সাংবাদিক বৈঠকে বসার আগেই তাঁকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়। সোনমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে লেহ অ্যাপেক্স বডি।
লাদাখকে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তহসিলে অন্তর্ভুক্তির দাবিতে তাঁরাই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিগত পাঁচ বছর ধরে। বুধবার রাজপথে বিক্ষোভ, বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগের বিরুদ্ধে সোন্ম বলেছিলেন, “এই সহিংসতা আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্যকে ব্যহত করছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আচমকা কিছু উন্মত্ত জেন-জি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি”।