লাদাখ: শান্তিপূর্ণ আন্দোলন ভয়ংকর রূপ ধারণ করেছে লাদাখে (Ladakh)। পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই ১৫ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করে নিলেন লাদাখের বিশিষ্ট সমাজকর্মী বাস্তবের ব়্যাঞ্চোর দাস চাঁচড় তথা সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk)। সেইসঙ্গে বিক্ষোভকারীদের শান্ত হতে বললেন তিনি। বুধবার রাজ্যের দাবিতে লেহ-র রাজপথে নামেন যুবক-যুবতীরা।
পুলিশকে লক্ষ্য করে শুরু হয় পাথর বৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটালে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। বিক্ষুব্ধ জনতা রাজধানীর বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। দফতরের বাইরের একটি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। কিন্তু জনতার এই সহিংসতা “আন্দোলনের আসল উদ্দেশ্যকে ধ্বংস করছে”, বলে বিক্ষোভ থামানোর আর্জি জানান পরিবেশ কর্মী ওয়াংচুক।
লাদাখে আন্দোলনের প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু কাশ্মীরের সঙ্গে লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর থেকেই লেহ-কে পৃথক রাজ্য ঘোষণা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন লেহ এপেক্স বডি (LAB) ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)-এর প্রতিনিধিরা।
আগামী ৬ অক্টোবর এই নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে তাদের বৈঠকেরও কথা ছিল। লেহ অ্যাপেক্স বডির (LAB) যুব শাখা ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের অনশন কর্মসূচি শুরু করেছিল। অনশন চলাকালীন ১৫ জনের মধ্যে দুই জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। বুধবারের বিক্ষোভ তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
