লেহ: জেন-জি আন্দোলনে অগ্নিগর্ভ লাদাখ (Ladakh)। বুধবার রাজ্য এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনে ইতিমধ্যেই মৃত হয়েছে ৪ জনের, আহত প্রায় ৭০। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার অধীনে রাজধানী জুড়ে জারি হল কার্ফু। এক জায়গায় ৫ জনের বেশি জমায়েত বরদাস্ত করবে না লেহ-প্রশাসন।
লেহ অ্যাপেক্স বডি (LAB)-এর ডাকা আন্দোলনে বুধবার দুপুর থেকেই পরিস্থিতি উত্তাল হতে শুরু করে ভারতের শীতল মরুভূমিতে। হাজারও যুবক-যুবতী দাবি পূরণের জন্য রাজপথে জমা হতে শুরু করেন। পুলিশ বাধা দিতে চাইলে শুরু হয় পাথরবৃষ্টি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল পাঠালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। লেহ-তে অবস্থিত বিজেপি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জেন-জি। সেইসঙ্গে একাধিক গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। জ্বালানো হয় পুলিশের গাড়ি। এর মধ্যেই আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ।
লাদাখের অ্যাপেক্স বডির সভাপতি থুপস্টান তাওয়াং অভিযোগ করেন, “আমরা এখানে বহুদিন থেকে লাদাখের ৪ টি ইস্যু নিয়ে ন্দলন করছি। কিন্তু আজকের আন্দোলনে উস্কানি দেওয়া হয়েছিল। যার ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে ইতিমধ্যেই প্রায় ২-৩ জন শহীদ হয়েছেন। আমি লাদাখের হয়ে বলতে চাই, এই যুবক-যুবতিদের বলিদান বিফলে যাবে না”।
উল্লেখ্য, ২০১৯ এর ৫ আগস্ট লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণার পর থেকেই রাজ্য হিসেবে স্বীকৃতি এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছে লেহ এপেক্স বডি (LAB) ও কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)। জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর থেকে অনশনরত ১৫ জনের মধ্যে দুজনকে স্বাস্থ্যের অবনতির কারণে হাসপাতালে স্থানান্তরিত করার পর বন্ধের ডাক দেওয়া হয়। সেই ক্ষোভেরই এদিন বহিঃপ্রকাশ ঘটে বলে মনে করা হচ্ছে।
অনশন প্রত্যাহার করে “Gen Z’s frenzy”-র আখ্যা ওয়াংচুকের
লেহ-র পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনশন প্রত্যাহার করে নেন সমাজকর্মী তথা আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুক বা বাস্তবের “র্যাঞ্চো”। তিনি বলেন, “আজকের এই ঘটনা গত ৫ বছর ধরে চলা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে ব্যাহত করেছে। তরুণদের এই প্রতিবাদ কেবল বেকারত্ব এবং অন্যান্য বৃহত্তর বিষয়গুলির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা আজ জেন-জি-এর উন্মাদনা দেখেছি। গত পাঁচ বছর ধরে আমি তাদের হতাশা দেখেছি, তাদের ক্ষোভ হাড়ে হাড়ে বুঝি। তবে আমি তাদের প্রতিবাদের পদ্ধতির নিন্দা জানাই।”
জনগণের কাছে শান্তির আবেদন প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তার
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্মকর্তা সেশ পল বৈদ জনগণের কাছে শান্তির আবেদন জানিয়ে বলেছেন এই সহিংসতা থেকে কেউ উপকৃত হবে না। এক্সের একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “লেহ-র ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। কিন্তু এর জন্য দায়ী কে? জম্মু কয়েক দশক ধরে রাজ্যের দাবি করে আসছে। কিন্তু তারা কখনও সহিংসতার আশ্রয় নেয়নি। আমার লাদাখি ভাইবোনদের কাছে আমার আন্তরিক আবেদন, সহিংসতা সমাধান নয়”।