মোটরবাইকের সঙ্গে ধাক্কা! দাউ দাউ করে জ্বলল বাস, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১২ যাত্রী

Kurnool Bus Fire Accident

হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের কর্ণূল জেলায় মর্মান্তিক দুর্ঘটনা৷ প্রাণ গেল ১২ জন যাত্রীর। চিন্নাটেকুর গ্রামের কাছে একটি প্রাইভেট ট্রাভেলস বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।

Advertisements

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বহু দেহ এতটাই পুড়ে গিয়েছে যে, তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

সরকারি সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় সাড়ে তিনটের সময় এই দুর্ঘটনাটি ঘটে। বাস ও মোটরবাইকের সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বাসের সামনের দিক থেকে আগুনের সূত্রপাত হয়, এরপর দ্রুত তা গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে অন্তত ১২ জন যাত্রী জরুরি নির্গমন পথ ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁদের হালকা আঘাত নিয়ে কর্ণূল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল বলে জানা গেছে, যা হয়তো সংঘর্ষের অন্যতম কারণ। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়ে বাসটি অচেনা হয়ে গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ Kurnool Bus Fire Accident

দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিবৃতিতে তিনি বলেছেন, “অন্ধ্রপ্রদেশের কর্ণূলে দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবার ও আহতদের প্রতি সহানুভূতি জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রধানমন্ত্রী মৃতদের পরিজনদের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে দু’লক্ষ টাকা ও আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও শোকবার্তায় বলেছেন, “কর্ণূলে বাসে আগুনে এতগুলি প্রাণহানির ঘটনা গভীরভাবে বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Advertisements

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন, “কর্ণূল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে ভয়াবহ বাসদুর্ঘটনার খবর শুনে আমি হতবাক। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আহতদের সর্বতোভাবে সহযোগিতা করবে রাজ্য সরকার।”

ডিএনএ নমুনা সংগ্রহে প্রশাসন, তদন্তে ফরেনসিক দল

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রী সত্যকুমার যাদব ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, নিহতদের শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে। তিনি বলেন, “বাসের ভিতরেই দেহগুলি রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঘটনাস্থলেই ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কর্ণূল সরকারি হাসপাতালের সুপারকে আহতদের সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।”

মন্ত্রী আরও জানান, ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন যাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হলেও তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

কর্ণূলে এই মর্মান্তিক দুর্ঘটনা রাজ্যজুড়ে শোকের ছায়া ফেলেছে। প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তৎপরভাবে কাজ চালাচ্ছে।