হায়দরাবাদ: শুক্রবারের ভোরে ৪৪ নং জাতীয় সড়কে মোটরবাইকের সঙ্গে ধাক্কায় দাউদাউ করে জ্বলে ওঠে একটি লাক্সারি বাস (Fire in Bus)। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর পথে ৪১ জনকে নিয়ে যাত্রা করা বাসে অগ্নিদগ্ধ হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ১৯ জনের। প্রাণ বাঁচাতে এসি বাসের জানলার কাঁচ ভেঙে লাফ দেওয়ায় গুরুতর আহত অবস্থায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন।
এবার মৃতদের পরিবারকে ৫ লক্ষ এবং আহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানার পরিবহণ মন্ত্রী পোন্নাম প্রভাকর গৌড় এদিন মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডীর (Revanath Reddy) নির্দেশে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন। পাশাপাশি বিবৃতিতে পরিবহণ মন্ত্রী আরও বলেন, আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।
প্রসঙ্গত, এদিন রাজ্যে চলাচলের অযোগ্য বাসগুলিকে বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছিলেন পরিবহণ মন্ত্রী পোন্নাম প্রভাকর গৌড়। পাশাপাশি “ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তেলেঙ্গানা সরকার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। পরিবহণ দফতর থেকে শুরু করে জেলা প্রশাসনও বিষয়টি নিয়ে চিন্তিত। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের রাজ্যপ্রশাসন ভবিষ্যতে এই ধরণের দুর্ঘটনা এড়াতে যৌথভাবে কাজ করেব”, বলে উল্লেখ করেছিলেন তেলেঙ্গানার পরিবহণ মন্ত্রী।
এখনও পর্যন্ত ১১ টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে
কুর্নুলের (Kurnool) জেলা শাসক এ গিরি জানিয়েছেন, বাসে দু-জন ড্রাইভার সহ মোট ৪১ জন মানুষ ছিলেন। শুক্রবার ভোর ৩ টে থেকে ৩.১০ এর মধ্যে ৪৪ নং জাতীয় সড়কে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাতেকুর এলাকায় একটি মোটরবাইকের ধাক্কায় ভয়াবহ আগুন লাগে কাবেরী ট্রাভেলসের লাক্সারি বাসটিতে।
৪১ জনের মধ্যে ২১ জন যাত্রী সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন জেলা শাসক এ গিরি। “বাকি ২১ জনের মধ্যে এখনও পর্যন্ত ১১ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। ৯ জনের দেহ শনাক্ত করা বাকি”, বলে জানান এ গিরি।


