অনুপ্রবেশের ছক বানচাল: কুপওয়ারা সীমান্তে সেনার অভিযানে খতম দুই জঙ্গি

Kupwara LoC infiltration bid foiled

শ্রীনগর: উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারত-পাকিস্তান সীমান্ত (LoC) বরাবর নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গি। মঙ্গলবার সকালে কুম্বকাড়ি বনাঞ্চলে ওই এনকাউন্টার ঘটে বলে জানিয়েছে সেনা সূত্র। গতরাতেই ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিলেন সীমান্তে টহলরত ভারতীয় সেনা সদস্যরা।

কুম্বকাড়ি এলাকায় জঙ্গলে তল্লাশি

সেনা সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক গতিবিধি নজরে আসার পরই যৌথভাবে অভিযান শুরু করে ভারতীয় সেনা ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। কুম্বকাড়ি এলাকার জঙ্গলে তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। তীব্র সংঘর্ষের পর নিরাপত্তাবাহিনী দুই অনুপ্রবেশকারীকেই গুলি করে হত্যা করে। সেনা জানিয়েছে, এই অভিযানেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের একটি বড় প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

   

এক আধিকারিক জানান, “রাতের দিকে সীমান্তে কিছু অস্বাভাবিক গতিবিধি নজরে আসে। আমরা সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলি। ভোরের দিকে গুলির লড়াই শুরু হয় এবং শেষ পর্যন্ত দুই জঙ্গি নিহত হয়।”

রাজস্থানে সেনা দুর্ঘটনায় নিহত অফিসার Kupwara LoC infiltration bid foiled

অন্যদিকে সোমবার রাজস্থানের জয়সলমির জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান সেনাবাহিনীর এক মেজর। গামনেওয়ালা গ্রামের কাছে টহল দেওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ৩৩ বছর বয়সি ওই মেজর গুরুতর জখম হন এবং পরে রামগড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

ঘটনায় আরও চার সেনা আহত হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন এক লেফটেন্যান্ট কর্নেল, দু’জন মেজর এবং গাড়িচালক। আহতদের সবাইকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আচালরাম জানিয়েছেন, “গাড়িটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।”

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন