শ্রীনগর: কাশ্মীর উপত্যকার কুপওয়াড়া জেলার কেরণ সেক্টরে বড়সড় জঙ্গি দমন অভিযানে সফলতা পেল ভারতীয় সেনা। শুক্রবার রাতে শুরু হয় অভিযান৷ শনিবার ভোরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি। সেনার চীনার কোর্পসের তরফে এক্স-এ (X) দেওয়া পোস্টে জানানো হয়েছে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল সশস্ত্র জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান শুরু হয়।
অনুপ্রবেশ রুখতে অভিযান
চীনার কোর্পসের বিবৃতিতে বলা হয়েছে, “০৭ নভেম্বর ২০২৫-এ গোপন সূত্রে অনুপ্রবেশ প্রচেষ্টার খবর পেয়ে যৌথ অভিযান শুরু করা হয় কেরণ সেক্টরে। সতর্ক সেনা জওয়ানরা সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করে জঙ্গিদের চ্যালেঞ্জ করলে তারা নির্বিচারে গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী, শুরু হয় গুলির লড়াই।”
সেনা সূত্রে খবর, সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে, যাতে অন্য কোনও অনুপ্রবেশকারী লুকিয়ে না থাকে।
ক’দিন আগেও হয়েছিল সংঘর্ষ Kupwara Infiltration Foiled
এর আগে ৫ নভেম্বর কিশ্তওয়ার জেলার চাত্রু এলাকাতেও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। ওই ঘটনায়ও একাধিক জঙ্গির উপস্থিতির খবর মেলে।
গত ১৩ অক্টোবর কুপওয়াড়ারই কুমবাকদি অরণ্যে লাইন অফ কন্ট্রোল (LoC)-এর কাছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দুই জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা।
সীমান্তবর্তী কুপওয়াড়া জেলাজুড়ে গত কয়েক মাস ধরে বারবার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। শীত আসার আগে বরফে পথ বন্ধ হয়ে যাওয়ার আগেই জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্ক নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থাগুলি।
