কুলগামে জঙ্গি-অভিযান: এনকাউন্টারে খতম এক জঙ্গি, গুলিবিদ্ধ সেনা জওয়ান

শ্রীনগর: কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল এক জঙ্গি। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ভারতীয় সেনার এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)। সোমবার গুদার বনাঞ্চলে এই…

Kulgam terrorist killed

শ্রীনগর:

কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল এক জঙ্গি। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ভারতীয় সেনার এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)। সোমবার গুদার বনাঞ্চলে এই এনকাউন্টার ঘটে।

   

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা এবং সিআরপিএফ যৌথভাবে অভিযান চালায়। সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করার পর বাহিনী জঙ্গিদের চ্যালেঞ্জ করলে তারা গুলি চালায়। পাল্টা গুলিতে এক জঙ্গি খতম হয় এবং সেনার এক জেসিও আহত হন।

Advertisements

আহত সেনা অফিসারকে হেলিকপ্টারে করে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত জঙ্গির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। সেনার চিনার কোর এক্স-এ পোস্ট করে জানিয়েছে, “সতর্ক বাহিনী সন্দেহজনক নড়াচড়া টের পেয়ে চ্যালেঞ্জ করে। তখনই জঙ্গিদের গুলিতে সংঘর্ষ শুরু হয়।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, গুদার বনাঞ্চলে জঙ্গি উপস্থিতির খবর পেয়েই তল্লাশি শুরু করেছিল বাহিনী। সেই তল্লাশি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এনকাউন্টারে রূপ নেয়।