ভোটের আগে বাংলা ও অসমকে একসূত্রে বাঁধতে বড় রেল-উপহার মোদী সরকারের। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে কলকাতা–গুয়াহাটি রুটে। বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রুটে ট্রেনের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে।
সামনেই বাংলা-অসম ভোট
এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্যও কম নয়। সামনে বাংলা ও অসম, দুই রাজ্যেই বিধানসভা নির্বাচন। তার আগেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে ভোটমুখী কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীস্বাচ্ছন্দ্য বাড়াতে এবার প্রথমবারের জন্য বন্দে ভারত ট্রেনে যুক্ত হচ্ছে স্লিপার কোচ, আর সেই ঐতিহাসিক সূচনা হচ্ছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সংযোগকারী এই রুটে।
রেলমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের জন্য থাকবে স্থানীয় স্বাদের বিশেষ ব্যবস্থা। কলকাতা থেকে গুয়াহাটিগামী বন্দে ভারতে পরিবেশন করা হবে বাঙালি খাবার, আর গুয়াহাটি থেকে কলকাতাগামী ট্রেনে থাকবে অসমের ঐতিহ্যবাহী খাদ্যতালিকা। যাত্রাপথে আঞ্চলিক সংস্কৃতি ও স্বাদের এই সংযোজন যাত্রীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলেই মনে করছে রেল দফতর।
বন্দে ভারতে স্লিপার Kolkata Guwahati Vande Bharat Sleeper
উল্লেখযোগ্যভাবে, এখনও পর্যন্ত দেশের কোনও বন্দে ভারত ট্রেনেই স্লিপার কোচ ছিল না। সেই দিক থেকে বাংলা ও অসমই প্রথম এই বিশেষ পরিষেবা পাচ্ছে। আধুনিক রেল প্রযুক্তি, দ্রুতগামী পরিষেবা এবং রাতের যাত্রার সুবিধা, সব মিলিয়ে কলকাতা-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনকে কেন্দ্রীয় সরকারের একটি ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প হিসেবেই তুলে ধরা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের মুখে এই ঘোষণা কেন্দ্রের স্পষ্ট বার্তা-উন্নয়ন, সংযোগ এবং আঞ্চলিক গুরুত্বকে সামনে রেখে বাংলা ও অসমকে এক সুতোয় বাঁধতে চাইছে মোদী সরকার। রেলপথে এই নতুন সংযোগ শুধু যাতায়াত নয়, দুই রাজ্যের অর্থনীতি, পর্যটন ও সাংস্কৃতিক আদানপ্রদানেও নতুন গতি আনবে বলেই আশা।
Bharat: Ashwini Vaishnaw Vande Bharat announcement, Vande Bharat sleeper fare Kolkata to Guwahati, Kolkata Guwahati overnight train 2026, Bengali and Assamese food in Vande Bharat, West Bengal Assam election gift railways.
