ভিনরাজ্যে গণধর্ষণের শিকার কলকাতার তরুণী!

বেঙ্গালুরু: দীপাবলির রাতে দরজা ভেঙে ঢুকে তরুণীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল ৩ জনের বিরুদ্ধে। জানা গিয়েছে বেঙ্গালুরুতে (Bengaluru) কর্মরত কলকাতার ওই তরুণী মদনায়কানহল্লী থানা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

Advertisements

মঙ্গলবার রাত ৯.৩০ টা নাগাদ মদ্যপ অবস্থায় জন ব্যক্তি সমানে তরুণীর দরজায় ধাক্কা দিতে থাকে। তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকে তরুণীকে গণধর্ষণ করা হয়। তাঁর ঘর থেকে ২৫০০০ টাকা এবং মোবাইল ফোনটিও নিয়ে চলে যায় অভিযুক্তরা। ঘটনার পরেই মদনায়কানহল্লী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার সিকে বাবা বলেন তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

তিনি বলেন, “গত রাত ৯.৩০ থেকে ১২.১৫ এর মধ্যে ঘটনাটি ঘটে। অভিযুক্তরা নির্যাতিতার দরজায় কড়া নাড়ে, ভেতরে ঢুকে তাকে পাশের ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। তারা তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ২৫,০০০ টাকাও ছিনিয়ে নেয়” অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। তবে অপরাধের সঙ্গে আরও দু-জন জড়িত ছিলেন, যারা বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisements

প্রসঙ্গত, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী দেশের আইটি হাব বেঙ্গালুরুতে কাজে যান। কিন্তু সেখানে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে বেঙ্গালুরুর একটি পিজিতে ঢুকে এক তরুণীকে গণধর্ষণ ও চুরির অভিযোগ সামনে আসে।