সার্ধশত বছর পেরিয়েছে ভারতীয় রেলের (Indian Railways)। যুগের সঙ্গে উন্নত হয়েছে রেলের প্রযুক্তি। যাত্রী সুরক্ষা বজায়ে একাধিক পদক্ষেপ করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সকলেরই জানা এ দেশে দূরপাল্লার ট্রেনে রয়েছে চেন। অতি প্রয়োজনে যাত্রীরা সেই চেন টেনে চলন্ত ট্রেন দাঁড় করাতে পারেন। কিন্তু, ট্রেনে চেন টানার কয়েকটি নির্দিষ্ট নিয়ম রয়েছে৷ সেই নিয়ম ভাঙলেই যাত্রীদের পড়তে হতে পারে কড়া শাস্তির মুখে। হতে পারে জেল। খসতে পারে মোটা অঙ্কের গাঁটের কড়ি। তাই ট্রেনে চড়ার আগে জেনেনিন চেন টানার সেইসব নিয়মগুলি।
ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনের প্রতিটি কামরায় জরুরি অ্যালার্ম চেন থাকে। যাত্রীরা জরুরি পরিস্থিতিতে সেই চেন ব্যবহার করতে পারেন। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায়, যাত্রীরা অকারণ সেটি ব্যবহার করছেন। নির্দিষ্ট স্টপেজ ছাড়াই চেন টেনে ট্রেন থামিয়ে দিচ্ছে৷ সেই কারণেই রেলওয়ে এই বিষয়ে কড়া নিয়ম করেছে।
প্রাথমিক ভাবে অপ্রয়োজনে কেউ চেন টানলে কড়া শাস্তি হতে পারে৷ রেলের পক্ষ থেকে বলা হয়েছে, কোনও যাত্রী যদি অপ্রয়োজনীয়ভাবে ট্রেনের চেন টেনে দেয়, তবে তা অপরাধ হিসাবে বিবেচিত হবে। এ জন্য যে যাত্রী চেন টানছেন তাঁকে জেলে যেতে হতে পারে। ১৯৮৯-এর রেলওয়ে আইনের ১৪১ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করা হয়। যে ব্যক্তি ট্রেন থামায়, তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হতে পারে। এছাড়া এক বছর পর্যন্ত জেল হতে পারে। কিছু ক্ষেত্রে উভয় শাস্তিই হতে পারে।
তবে ট্রেনের চেন টানার কোনও সঠিক কারণ থাকলে যাত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না।
কোন কোন কারণে ট্রেনে চেন টানা যায়?
* যদি কোনও বয়স্ক বা অক্ষম ব্যক্তির ট্রেনে চড়তে সমস্যা হয় এবং ট্রেনটি ছেড়ে দেওয়ার মুখে পৌঁছে যায়, তবে এমন সময়ে ট্রেনের চেন টেনে নেওয়া যেতে পারে।
* কারও সন্তান স্টেশনে থেকে যায় এবং ট্রেনটি ছেড়ে চলতে শুরু করে, তাহলে যাত্রী জরুরি অ্যালার্ম চেন ব্যবহার করতে পারেন।
* যাত্রীর অসুস্থতার ক্ষেত্রেও চেন টানা যাবে।
* চুরি হলেও চেন ব্যবহার করা যায়।
Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন ভারতীয় রেলের কোচ আর বগির পার্থক্য?
Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন দিনের কোন সময় TTE রেলের টিকিট চেক করেন না?
৩৫ পয়সার বদলে ১০ লাখের বীমা! জানুন ভারতীয় রেলের শোরগোল ফেলা নিয়ম