Kite Festival: ঘুড়ির মাঞ্জায় গলা কেটে নিহত ৬, জখম শতাধিক

Kite Festival

রক্তাক্ত ঘুড়ি উৎসব (Kite Festival)। মকর সংক্রান্তি উপলক্ষে গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে ধারালো সুতোয় গলা কেটে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। জখম শতাধিক। ঘুড়ি উৎসবে অসাবধানতার জন্য এমন ঘটনা বলেই মনে করা হচ্ছে।

গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের মাঝে একের পর এক দুর্ঘটনার খবর আসছে। রাজ্য পুলিশ সূত্রে খবর, ঘুড়ি ওড়ানোর ধারালো সুতোয় গলা কেটেছে অনেকের। সোমবার পর্যন্ত গুজরাটের ঘুড়ি উৎসবে অন্তত ৬ জনের গলা কেটে মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মধ্যে তিনজন শিশু। জখম তালিকায় আছে কমপক্ষে ১৭৬ জন। শনি ও রবিবার এই ঘুড়ি উৎসবে শতাধিক মানুষ ঘুড়ির সুতোয় আহত হয়েছেন।

   

মকর সংক্রান্তিতে গুজরাটে বিভিন্ন বাড়ি ছাদে, ফাঁকা রাস্তার মাঝে কিংবা মাঠে ঘুড়ি ওড়ানো হয়। ঘুড়ির লড়া়ই করার জন্য মাঞ্জায় কাচের গুঁড়ো মেশানো হয়। ভাবনগরের বাসিন্দা কীর্তি তার বাবার সাথে বাইকে করে যাচ্ছিল। ধারালো মাঞ্জা তারা গলায় কেটে বসে যায়। এরকমই অনেক ঘটনা ঘটেছে গুজরাটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন